সংশ্লিষ্ট ব্লগারদের আন্তরিক মুবারকবাদ
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ মার্চ, ২০১৬, ১০:২৫:০৫ রাত
মোবাইল থেকে টুডে ব্লগে লেখার কাজ চালিয়ে যাই। কেননা মনের কথাগুলো প্রকাশ করতে না পারলে বুকটা ভারী হয়ে থাকে। ফেসবুকে একটা লেখার আইডি ছিল | কিন্তু ভুলক্রমে একদিন চেতনাধারীদের একটি পোস্টে কমেন্ট করে আমার দীর্ঘ ছবছরের আইডিটা হারিয়েছি | তার পর থেকেই টুডে ব্লগ আমার নিশ্বাসের অক্সিজেন এর মত। আর এখানে শেখের পোলা ও গাজী সালাহউদ্দিন নামের ব্লগাররা আমার সব লেখায় কমেন্ট করে উতসাহ দিয়ে যাচ্ছেন | কিন্তু অতীব দুখের বিষয় হচ্ছে আমি আমার মোবাইল থেকে কারও কমেন্টেরই জবাব দিতে পারিনা | তাই হয়তো তারা আমাকে ভুল বুঝে থাকতে পারেন। এই দুজন ছাড়া আরও কয়েকজন ব্লগার আমাকে নিয়মিত উতসাহ দিয়ে যাচ্ছেন | তাদের সবার জন্যই রইল আমার আন্তরিক মুবারকবাদ। আর হ্যাঁ .দিনের অধিকাংশ সময় পেশাগত কাজে ব্যস্ত থাকার কারণে আমার প্রিয় ব্লগারদের পোস্ট পড়া হয়না | তাই বলে তারা যে আমার নজরে নেই এটা যেন কেউ মনে না করেন | সত্যি বলছি আমি যখন দিন কিংবা রাতে এই ব্লগে ঢুকি তখন এই দম বন্ধ করা রাষ্ট্রীয় পরিবেশেও বেঁচে থাকার অর্থ খুঁজে পাই। সামান্য হলেও আশায় বুকটা দুলে ওঠে। তাই সংশ্লিষ্ট সকলের জন্যই রইলো শুভ কামনা |
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যদি পারেন, তাহলে টর ব্রাউজার ব্যবহার করবেন, তাতে কাজ দিবেই।
মন্তব্য করতে লগইন করুন