আলহামদুলিল্লাহ! !!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৭ মার্চ, ২০১৬, ০৮:২১:৫৪ সকাল
গতরাতে টি ২০ এর ফাইনাল খেলা শুরুর প্রাক্কালে যখন ঢাকায় ঝড়. বৃষ্টির খবর পেলাম তখনই আল্লাহর কাছে মোনাজাত করেছিলাম এই বলে যে ঝড় যেন না থামে এর এই শয়তানি খেলার একটি বলও যেন মাঠে না গড়ায় | কিন্তু মহান আল্লাহ আমার দোয়া সরাসরি কবুল করেননি ঠিকই তবে এই নেশায় বুদ হয়ে যাওয়া জাতির সর্বনাশা মস্তিষ্ক বিকৃতির প্রতিযোগিতায় বাংলাদেশ হেরে যাওয়ায় আমি আল্লাহর. দরবারে আবারও লাখো শুকরিয়া জানাচ্ছি | আমি কিছুতেই চাইনা ক্রিকেট .ফুটবল কিংবা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা অর্জন করে বাংলাদেশ বিশ্বে নাম করুক। আমি চাই বাংলাদেশ ন্যায়নীতি আর ভালো কাজ যেমন বিজ্ঞনের আবিষ্কার কিংবা দূর্নীতির মুক্ত সমাজ গঠনের মাধ্যমে বিশ্বে খ্যাতিমান হোক।
হয়তো যারা ক্রিকেটের নেশায় বুদ হয়ে আছে তাদের কাছে আমার এই লেখা খারাপ লাগবে | তাদের কাছে আমার আহ্বান থাকবে তারা যেন ভেবে দেখে সর্বনাশা এই. ক্রিকেট. আমাদের শিশুদের লেখা পড়ায় প্রচণ্ড বাঁধার সৃষ্টি করছে | ক্রিকেট খেলা দেখা আর চর্চা নিয়ে তারা দিনে রাতে মহা ব্যস্ত থাকে | ফলে তারা ঠিকমতো স্কুলে যায়না .পাঠ শিখেনা। পরীক্ষার সময় শিক্ষকদেরকে উত্তর. বলে এমনকি লিখে দিতে হয়। এতে করে আমাদের শিশুদের শিক্ষা অর্জন ব্যহত হচ্ছে | এটা আমাদের ভবিষ্যতের খুবই চিন্তার বিষয় |
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন