দৃষ্টি আকর্ষণ! !!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৩২:৪৮ সকাল

খবরের সত্যতা জানতে চাই। দিনাজপুরের সংশ্লিষ্ট এলাকার কেউ সাহায্য করলে খুশি হব।

আজ মানব জমিনের অনলাইন ভার্সনে খবরটা পেলাম |

দিনাজপুরে অলৌকিক ঘটনা >> অঝরে কাঁদছে তুতগাছ !

অলৌকিক হলেও সত্য, দিনাজপুরে একটি তুতগাছ কেটে

ফেলায় অঝরে কাঁদছে গাছটি। দিনাজপুর সদর উপজেলা

১নং চেহেলগাজী ইউনিয়নে উত্তর বড়ইল গ্রামে এ

ঘটনাটি ঘটেছে। ওই গ্রমের পুরঞ্জয় রায় বাড়িসহ সোয়া ৩

শতক জায়গা ক্রয় করেন। তার বাড়ির সম্মুখে সন্যাসী ঠাকুর,

হুমায়ুন ঠাকুর, চন্ডি বিশহরী ঠাকুর ও মাশান কালী ঠাকুরের

থানসহ একটি তুতগাছ ছিল। ওই থানে পুরঞ্জয় রায় ও তার

স্ত্রী সন্ধ্যা রানী প্রতিদিন পূজা অর্চনা করতেন। ওই

এলাকার প্রভাবশালী ব্যক্তি মো. চেরাগ আলীর পুত্র

ফরিদ আলী গত শুক্রবার ওই থান ও তুতগাছটি কেটে ফেলে।

তখন থেকে ওই গাছ থেকে অঝরে অশ্রু ঝরছে। ঘটনাটি

জানাজানি হলে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন

এবং ভক্তবৃন্দ এক নজর দেখার জন্য ভিড় জমায়। লোকজন

বলাবলি করছে ঠাকুরের থান ভেঙে ফেলাতে ও থানের

ওপরের তুতগাছটি কেটে ফেলার কারণে ঠাকুরের নীরব

অশ্রু ঝরছে। এ ব্যাপারে সন্ধ্যা রানী গতকাল কমিউনিটি

ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের

নির্বাহী পরিচালক এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির

সদস্য যাদব চন্দ্র রয়ের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি মানবাধিকার সংস্থা ও প্রশাসনের

হস্তক্ষেপসহ তদন্তসাপেক্ষে মো. ফরিদের দৃষ্টান্তমূলক

শাস্তি দাবি করেছেন।

উৎসঃ মানব জমিন

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360151
২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তুঁত গাছ দেখিনি তবে চট্টগ্রামে একটি মাদার গাছ থেকে এমন পানি ঝড়ার ঘটনা দেখেছি। সেটা নিয়েও অলেীকিক কান্ড ঘটান হচ্চিল! তবে শেষ পর্যন্ত গাছটি কেটে ফেলা হয়। গাছ শিকড় এর মাধ্যমে পানি সংগ্রহ করে। কোন কারনে বেশি পানি সংগ্রহ হলে এভাবে অতিরিক্ত পানি ছেড়ে দেয়। কিছু প্রজাতির গাছ পানি ভিতরে সংরক্ষিত রাখে।
360167
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই রাতের বেলায় যদি আপনি বাশ গাছ জাতীয় গাছ গুলোকে কাটেন দেখবেন অবিরাম পানি ঝরছে, তার মানে এটা নয় যে গাছটা কাদতেছে।
এগুলো কুসংস্কার ছাড়া বেশি কিছুনা।
ধন্যবাদ আপনাকে
360174
২২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৬
বায়বার্স লিখেছেন : প্যাগানরা আসলেই পাগল।গাছ কাটার পর বহু গাছেরই আগা গোড়া দিয়ে পানি পড়ে। আঙ্গুর গাছ কেটে গোড়ায় লম্বা সরু কাচের টিউব লাগিয়ে রাখলে দেখা যায় কয়েক মিটার পর্যন্ত পানি উঠে গেছে।
360189
২২ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫২
কুয়েত থেকে লিখেছেন : আরো যে কত কিছু শুনবেন!নিজেদের মা বাবাকে যখন পুড়ে পেলে তখন তাদের কান্না দেখে না। আর গাছ কাটার কান্না দেখে। আপনাকে ধন্যবাদ
360222
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : ঘটনাটাকে মনেহয় সংখ্যালঘু নির্যাতনের দিকে টেনে নেওয়া হচ্ছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File