এত দম্ভ কিসের আমার!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০০:৩৪ সন্ধ্যা
আমি জন্ম নিয়েছি মানব রূপে। কিন্তু আমার এই সাধের জন্মের পিছনে আমার নিজের কোন হাত ছিলনা। ছিলনা আমার ইচ্ছার কোন মূল্য। এমন কি আমার গর্ভধারিণী মা কিংবা জন্মদাতা পিতাও জানতেন না জন্ম নেওয়ার সময় আমার লিংগ কি হবে .কেমন হবে আমার গায়ের রং। তাহলে তারাই আমাকে ইচ্ছা মত সব কিছু ঠিক করে দিতেন।
আমার জন্মের এই রহস্য নিয়ে সামান্য চিন্তা করলেই আমার জীবনের উপর এক মহা পরাক্রমশালী নিয়ন্তার অস্তিত্ব সুস্পষ্ট হয়ে ওঠে।
আমি জানি .আমি না চাইলেও মৃত্যু নামক এক হিম শীতল ভয়ংকর অবস্থায় আমি পতিত হব। সেদিন কে আমাকে উদ্ধার করবে? বিজ্ঞান? নাকি অতি আধুনিকতা ?
না .কারোই সাধ্য নেই আমাকে মৃত্যু নামক ভয়ংকর পরিনতির হাত থেকে বাঁচানোর্।
তাহলে আমার এত দম্ভ কিসে?
মহান স্রষ্টাকে অস্বীকার করে নিজের খেয়াল খুশি মত কেন আমি চলব?
বিষয়: বিবিধ
৮৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৃত্যু অবধারিত।কিন্তু আমরা
বুঝি না
মন্তব্য করতে লগইন করুন