১৯৭১ সালের চেয়ে দেশ এখন খারাপ হয়েছে : সিপিডি
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ৩০ জানুয়ারি, ২০১৬, ০৬:৫০:৪৫ সন্ধ্যা
বাংলাদেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক
পরিস্থিতি ১৯৭১ সালের সময়কালের চেয়ে অনেক বেশি
খারাপ হয়েছে। তখনকার রাজনৈতিক পরিস্থিতি,
মূল্যবোধ প্রভৃতি অনেক বেশি দেশপ্রেম ঘেঁষা ছিল। কিন্তু
বর্তমানে তা অনেক ক্ষেত্রে অনুপস্থিত।
মহাখালীর ব্র্যাক সেন্টারে শনিবার বিকেলে
সিপিডি আয়োজিত ‘স্ট্রাগল ফর বাংলাদেশ’ শীর্ষক এক
ডায়ালগে এমন মূল্যায়ন উঠে আসে।
অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর
পলিসি ডায়ালগ (সিপিডি)’র চেয়ারম্যান ড. রেহমান
সোবহানের প্রকাশিত একটি বইয়ের ভিত্তিতে ১৯৫৭ সাল
থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কালের বিভিন্ন বিষয় নিয়ে
আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও
রাজনীতিবিদরা।
‘আনট্রাঙ্কুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট’
শিরোনামের বইয়ে রেহমান সোবহানের শৈশব থেকে শুরু
করে পেশাগত জীবন, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক-
অর্থনীতি এবং মুক্তিযুদ্ধকালীন রাজনীতির বিভিন্ন দিক
আলোচনা করা হয়েছে।
এসব বিষয়ের প্রেক্ষিতে বক্তারা, তখনকার প্রেক্ষাপটের
সাথে বর্তমান সময়ের তুলনা ও পর্যালোচনা তুলে ধরেন।
স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশের
অর্থনীতি, রাজনীতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা
করেন বক্তারা।
দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ড.
আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি
বিভাগের শিক্ষক প্রফেসর এম এম আকাশ, সৈয়দ নজরুল ইসলাম,
অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান, বিআইজিডির
নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান,
রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী, ব্যারিস্টার মওদুদ
আহমেদ, মোয়াজ্জেম হোসেন সেলিম প্রমুখ উপস্থিত
ছিলেন।
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন