মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ জানুয়ারি, ২০১৬, ০৭:২৬:১০ সন্ধ্যা

বর্তমান বাংলাদেশ যে ভূখণ্ডের নাম তারইয় স্বাধীনতার ইতিহাস বড়ই জটিল ।এই উপমহাদেশ এক সময় বৃটিশ শাসনের অধীন ছিল।বৃটিশরা এদেশকে নানা ভাবে শোষণ করেছিল| কিন্তু রবীন্দ্রনাথের মতো ততকালীন বুদ্ধিজীবী বৃটিশদের তোষামোদ করে সাহিত্য রচনা করে নোবেল জিতেছিলেন|

সাতচল্লিশে ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রে জন্ম হলে উপমহাদেশের মুসলিম জনগণ যে আশার আলো দেখতে পায় পাকি ক্ষমতাসীন দের ভুলে সে আলো অচিরেই নিভে যায় | বাংলাদেশে নামক ভুখন্ড ভারত দ্বারা তিনদিকে ঘেরা থাকায় এখানকার মুসলমানরা নানা ষড়যন্ত্রের শিকার হয় | ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি এদেশের নাস্তিক. ইসলাম বিদ্বেষী কথিত বুদ্ধিজীবীদের "মুক্তিযুদ্ধের চেতনা " নামক নেশাদ্রব্য পান করাতে থাকে |অপর দিকে পাকিরাও হিন্দুত্ববাদের চক্রান্ত থেকে মুসলমানদের রক্ষার পরিকল্পনা না নিয়ে ভুল পন্থা অবলম্বন করে হিন্দুত্ববাদের স্বপ্নকে সহজ করে দেয়।

একাত্তরের যুদ্ধে এই ভূখণ্ডের কতজন মানুষ হত্যার শিকার হয়েছে তার কোন যৌক্তিক তদন্ত আজ অবধি কেউ করেনি | কথিত স্বাধীনতার গর্বে গর্বিত জাতির উচিত ছিল তার প্রত্যেক শহীদ সন্তানের নাম ইতিহাসের পাতায় সোনার হরফে খোদাই করে রাখা |কিন্তু শহীদদের রক্ত নিয়ে ঘৃণ্য রাজনৈতিক ব্যবসা করার জন্যই দায়িত্বশীল রাজনীতিকরা সেটা করেনি| মুক্তিযুদ্ধের অহংকার কে ইচ্ছে করেই কলঙ্কিত করা হয়েছে |

বিষয়: বিবিধ

৭১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357812
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : এখনও সময় আছে, তা সহজেই করাযেতে পারে আর তা করা উচিৎ৷ ধন্যবাদ৷
357816
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪২
অনেক পথ বাকি লিখেছেন : শেখের পোলা লিখেছেন : এখনও সময় আছে, তা সহজেই করাযেতে পারে আর তা করা উচিৎ৷ ধন্যবাদ৷
357844
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব সত্য ভুলে যান। চেতনাই এখন সত্য।
357859
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৬
আফরা লিখেছেন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধা নিয়ে সত্য আর মিথ্যার তাল গোল লেগেছে , কোনটা সত্য আর কোনটা মিথ্যা কিছু বুঝিনা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File