খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসংগে কিছু কথা------

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৬ জানুয়ারি, ২০১৬, ০৩:৩১:১৬ দুপুর

খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

তিনি নাকি মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে প্রশ্ন

তুলেছেন!!!! শেখ মুজিবকে নিয়ে সমালোচনা করেছেন!!

আমি সবিনয়ে জানতে চাই, কোন বিষয়ে প্রশ্ন তোলা বা

সঠিক তথ্য জানতে চাওয়া কি অন্যায়??! শহিদের সংখ্যা

নিয়ে কথা বললে যদি দেশের স্বধিনতা

সার্বোভৌমত্বের প্রতি অপমান জনক হয় তাহলে শেখ

হাসিনা শুনে রাখুন খালেদা জিয়ার চেয়ে বড়

দেশপ্রেমিক বা মুক্তিযুদ্ধের সমর্থক সাজতে যাবেন না

কার ওনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আর মুক্তিযুদ্ধে মুজিব

পরিবারের ভুমিকা কি ছিলো আপনি নিজে কোথায়

ছিলেন সবাই জানে।

শহিদের সংখ্যা নিয়ে কি বিতর্ক নেই???

আলবত বিতর্ক রয়েছে,, পাকিস্তান থেকে যেটা বরাবরই

করে আসছে এমনকি নেতাজি সুভাষ চন্দ্রের ভাস্তে বৌ

শর্মিলা বোস গবেষনা করে বলেছেন ৩০ লক্ষ মানুষ শহিদ

হয়নি।( যেখানে ৩ লক্ষের কাছাকাছি কিছু বলা হয়েছে)।

আরে ভাই হোক ৩০ কিংবা ৩ লক্ষ,, ইতিহাসের জঘন্যতম

হত্যাকান্ড যে পাকিরা আমাদের উপর করেছে সেটাতো

কেউ অস্বিকার করছেনা।

তাহলে কি সত্য ইতিহাস জানতে চাওয়া অপরাধ??

আর শেখ মুজিবের কথা বললে তার দুটো ভুমিকার কথা

বলতে হয় ৭১ এর আগে ও পরে। ১৯৭১ এর আগে ৬ দফা করেছেন

৬৯ এ বিপ্লবী ভুমিকা রেখেছেন। ওনি ক্ষমতার মোহে

স্বাধীনতারর ব্যাপারে অনেক রাকঢাক করেছেন। কখনো

কোথাও পরিস্কার করে বাংলাদেশ স্বাধিনতার বিষয়ে

কিছু কেন বলেননি?? পাকিস্তান থেকে আমাদের যথেষ্ট

কারন ছিল স্বাধিনতা চাওয়ার তবুও তিনি কেন ক্ষমতার

মুলার পেছন ছুটেছেন? কে স্বাধিনতা চাননি?,,, কেন

তিনি ইয়াসির আরাফাতের মতো দেশ - বিদেশের সমর্থন

আদায়ে সচেষ্ট হননি??

১৯৭১ এর ( স্বাধিনতার পরে) আত্বীয় স্বজন, বোন জামাই

দিয়ে ৩২ নং এর বাড়ি ভর্তি করে ফেলেছিলেন

রাষ্ট্রভবন বানিয়ে ফেলেছিলেন সেটা, দুই ষণ্ডা পুত্রের

ব্যাপারে তিনি ছিলেন অন্ধ।

৭৪-৭৫ এ দুর্ভিক্ষ চলছে তখন তিনি তার পুত্র বধুদেরকে রাজ

মুকুট পরিয়েছেন।

আওয়ামীলীগ এর ভুমিকা নিয়ে যদি ৭৩, ৭৪, ৭৫ নিয়ে

সমালোচনা করা হয় তাহলে তাদের প্রতি দয়া করা

হবে,,,সেই সময় তারা দানবীয় ভুমিকায় অবতির্ন হয়েছিল।

স্বাধীনতার পরে ডেভিড ফ্রষ্টের সাথে স্বাক্ষাত

কারে শেখমুজিব সবার কথা বলেছেন কিন্তু ভাসানির

কথা বলেন নি কারন,,, ভারত রাগ করবে। ভাসানি ছিলেন

ভারত বিরোধি। এখন এই সত্য গুলো বললে বা ইতিহাস এর

শুদ্ধতা বা সঠিকতা দাবী করলেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে

যাবে???

তাহলে অসংখ্য মামলা দেয়ার জন্য রেডি হয়ে যান। খুন, গুম,

হত্যা আর পেশিশক্তি দিয়ে আর যাই হোক সত্যকে আড়াল

করা যায় না। চেতনার ব্যবসা আর বেশিদিন নেই।

বিষয়: রাজনীতি

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File