হাসানুল হক ইনু একটি কুকুর

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৬ জানুয়ারি, ২০১৬, ০২:৫৯:০৯ দুপুর

দুখিঃত .একটি অরুচিকর শব্দকে লেখার শিরোনাম হিসেবে ব্যবহার করার জন্যে। আমি কোন বড় মাপের লেখক নই .তাই ব্লগে প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে বর্তমান অবৈধ সরকারের একজন মন্ত্রীকে কুকুর বলা আমার পক্ষে অস্বাভাবিক নয়। জাসদের এই সুবিধাবাদী রাজনীতি আমি জ্ঞান হওয়ার পর থেকেই ঘৃণা করে আসছি । একেত বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে সমাজ তান্ত্রিক রাজনীতির আবেদন হিসাবের মধ্যেই গন্য নয় তার উপর ইনুর মত কুকুরের দল মাঝে মাঝেই এদেশের সর্বজন শ্রদ্ধেয় ইসলামী কিংবা গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে অশ্লীল কথা বলে তাতে করে কোন স্বাভাবিক মানুষের মেজাজ ঠিক থাকার কথা না ।শেখ মুজিবকে যারা হত্যা করতে সৈনিক দের উস্কানি দিয়েছে এই কুকুর ইনু তাদের অন্যতম । কিন্তু সময়ের পরিক্রমায় আজ সে বাকশালীদের পোষা কুত্তা । তবে এ কথাও সত্য যে ইনুর মতো কুকুরের পরিনতি হবে অত্যন্ত শোচনীয় ।কথিত যুদ্ধাপরাধীদের জানাজায়ও যে লোক সমাগম হয়েছে ইনুর মরার পর (যদি তার. স্বাভাবিক মৃত্যু হয় ) যুদ্ধাপরাধীদের জানাজার লোকেরাই তার লাশকে কবর দিতে চাইলেও এদেশের সাধারণ মানুষ ওর লাশ কুকুর দিয়ে খাওয়াতে ই স্বাচ্ছন্দ্য বোধ করবে |

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357726
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : রাজনৈতিক ভাবে ইনু ও আর ধর্মব্যবসা এর দিক থেকে কবর পুজারীরাই সফল।
তবে পাপ বাপকে ছাড়ে না। ধন্যবাদ আপনাকে।
357758
২৬ জানুয়ারি ২০১৬ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই লোকটার সাথে কোন প্রানির তুলনা করলে প্রানিটারই অপমান হয়!
357807
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনু হলো দুনিয়ার নিকৃষ্ট প্রানীদের মধ্যে অন্যতম
লেখককে ধন্যবাদ সুন্দর একটা বিষয়কে সামনে হাজির করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File