কীবোর্ড আমার অস্ত্র!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০২ জানুয়ারি, ২০১৬, ০৯:২২:০৭ রাত

না,

আমার হাতে কোনও মারনাস্ত্র নেই,

নেই কোন পিস্তল, বন্দুক বা নিদেনপক্ষে একটা বাঁশের

লাঠিও।

তবে একটা সামান্য এন্ড্রয়েড

আর কয়েকটি ডিজিটাল কীবোর্ড।

কিন্তুু এই কীবোর্ড ই হায়েনাদের হৃদপিণ্ডকে কাঁপিয়ে

তোলে।

ওরা তাই কথিত সংবিধানের বাহানায়

আমার দিকে রাষ্ট্রের প্রতিরক্ষার সবগুলো অস্ত্র তাক

করে।

৭১, ৩০২, হ্যন., ত্যান ধারা নিয়ে

আমার উপর ক্ষুধার্ত নেকড়ের মত ঝাঁপিয়ে পড়ে।

হা হা হা ...........

অস্ত্র হাতে নিরস্ত্র দুর্বলের প্রতি ওদের সীমাহীন ভয়

দেখে

হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যায়।

সত্য ফাঁসকারী লেখনি ওইসব কাপুরুষের কাছে

গ্রেনের চেয়েও ভীতিকর!!

হবেই তো।

ওরা যে নিয়ত সবার সামনে

অস্ত্রধারী ডাকাতদের মতো লুটপাট চালিয়ে যাচ্ছে

ওরাতো ভয় পাবেই।

কারণ ওদের অপরাধী সেন্স

ওদেরকে কেঁচোর মতোই দুর্বল করে রাখে।

হায়েনার রূপ ধারণ করতে

ওরা তাই বাধ্য হয়।

বিষয়: সাহিত্য

১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File