নির্বাচন কমিশন আর দুদকঃ দুটিই ভয়ঙ্কর ভাইরাস!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৩:০২ সন্ধ্যা

বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন আর দুর্নীতি দমন কমিশন দুটোই অত্যন্ত নিকৃষ্ট মানের সংস্থায় পরিণত হয়েছে। এই দুটি জনসার্থ বিষয়ক সংস্থা বর্তমানে চরম সরকার তোষণ হয়ে পড়েছে। অতীতের সব রেকর্ড ভংগ করে এরা নির্লজ্জ ভাবে আওয়ামী দলীয় সার্থ উদ্ধারে লিপ্ত। সরকারি লোকদের গণহারে দুর্নীতির দায় থেকে মুক্তি দিয়ে দুদক প্রমাণ করেছে সরকারি প্রভাবের তারা দৃষ্টি কটু ভাবে অধীন। আর নির্বাচন কমিশন এর কথা কিইবা বলবো। গত উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের অভ্যন্তরে আমি নিজের চোখে যা দেখেছি তাকে যদি সুষ্ঠু নির্বাচন বলা হয় তবে কলঙ্কিত বা কারচুপির নির্বাচন বলে অভিধানে কোন শব্দই থাকা উচিৎ না। বর্তমানে বিরাজমান অনিশ্চয়তার জন্য এই দুটি সংস্থার দায় সব থেকে বেশি। বিএনপি জোট যদি সত্যিকারার্থে দেশের সুষ্ঠু গণতান্ত্রিক কল্যাণ চায় তাহলে এই দুটি সংস্থার বিরুদ্ধেই তাদের সর্বাত্মক লড়াই করা উচিত।

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353378
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৬
353397
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
353419
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১১
353439
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২১
ইয়াফি লিখেছেন : নির্বাচন কমিশন, দুদক, মানবাধিকার কমিশন ইত্যাদি সাংবিধানিক প্রতিষ্টান কিংবা আরো যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্টানে যারা দেশ ও দেশের মাটি ও মানুষের স্বার্থ রক্ষার শফত নিয়ে দেশ সেবার পরিবর্তে একটি রাজনৈতিক দলের নির্লজ্জ দালালী ও রাজনৈতিক জিঘাংসার রাজাকারি করছে, তারা নিসন্দেহে রাষ্ট্রদ্রোহীতাই করছে। যদি কোন দেশপ্রেমিক ও গণমানুষের সরকার এদেশে আসে, তাহলে তাদের প্রথম কাজ হবে এসমস্ত দালাল-গাদ্দারদের ক্রসফায়ারে দেয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File