বদলে গেছে অপরাধের সংজ্ঞা!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৩:৪৯ সন্ধ্যা
বর্তমান বাকশালী চেতনার যুগে অপরাধের সংজ্ঞা বদলে গেছে। এখন আর হত্যা, নারী ধর্ষণ, ব্যাঙ্কের টাকা লুটে খাওয়া কিংবা বড় বড় দূর্নীতি করা কোন অপরাধ নয়। মুখে "জয় বাংলা "বলে এদেশে এখন উল্লেখিত অপরাধ গুলো করে আইনের চোখে 'মহা সম্মানের "আসন লাভ করা অত্যন্ত সহজ। আল্লাহ, রসুল (স) এবং ইসলামের বিধি বিধান নিয়ে যতই কটুক্তি করা যায় ততই কথিত মুক্ত চিন্তার অধিকারী হিসেবে সাহিত্যের ক্ষেত্রে জাতীয় পুরস্কার লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়। এখন একমাত্র অপরাধ ইসলামের বিধি বিধানের কট্টর সমর্থক হওয়া। তাইতো সরকারের ইসলাম বিরোধী অপকর্মের বিরুদ্ধে জুমার খুতবায় ঈমামরা যেনো কোন কথা বলতে না পারে সে জন্যে মসজিদ গুলোতে সাদা পোশাকে কট্টর বাকশালী নিয়োগের পায়তারা চলছে। বড় বড় আবাসিক হোটেলে দেহ ব্যাবসার বিরুদ্ধে কোন তৎপরতা নেই, নেই মেলা বা কনসার্টের নামে মদ, জুয়া কিংবা হাউজির বিরুদ্ধে কোন আইনি কঠোরতা। কিন্তু মসজিদ, মাদ্রাসা কিংবা ইসলামী আদর্শ অনুসরনে বিরুদ্ধে নাস্তিক, পৌত্তলিকবাদী সরকারের সে কি আয়োজন!
এসব আসলেই দেশ থেকে সব শুভ শক্তিকে বিতাড়নের ব্লুপ্রিন্ট মাত্র।
আমি সর্বান্তকরণে এসব অপতৎপরতার বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাবো।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন