জেগে ওঠ মুসলিম

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২০ আগস্ট, ২০১৪, ০৪:৫৮:২২ বিকাল

জেগে ওঠ মুসলিম, হাতে নাও হাতিয়ার,

চারিদিকে অমানিশা, জ্বলেনা যে বাতি আর।

হামাসের হুঙ্কার কান পেতে শোন ওই,

হায়েনার থাবা দেখে ভয়ে চুপ কেন রই?

আবুবকর উসমান, ওমর আলী হায়দার,

এত আলো যার আছে, কে নাগাল পায় তার।

মুসলিম নামে আজ সব ভেড়া, মারজান,

হুঙ্কার ছেড়ে জাগ, বাহু কর টান টান।

তারিক খালিদ আছে যে জাতির গর্ব,

ভয় ভেঙে শুরু কর বিজয়ের পর্ব।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256377
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২১
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
256396
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো জাযাকাল্লাহ খাইর।
256411
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : ভারী চমৎকার!
256419
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
অজানা পথিক লিখেছেন : জাযাকাল্লাহ
256426
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File