কবি নজরুল স্মরণে।

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ মে, ২০১৪, ০৯:০৮:১৪ রাত

নীরবেই আমার অনেকটা অজান্তেই কেটে গেল এবারের কবির জন্ম ও মৃত্যু বার্ষীকি। আগে যেভাবে কবিকে নিয়ে আন্দোলিত হতাম এখন আর তেমন হইনা। কবির ভাবনা গুলো সময়ের পরিক্রমায় অবাস্তব ফল বয়ে আনে। ইসলাম যেখানে সত্য ভাবনার উপর গুরুত্ব দেয়, কবির মানস সেখানে সৃজনশীলতার নামে অসত্য নিয়েই ব্যস্ত থাকে। বাস্তব জগৎ থেকে তারা মানব চেতনাকে অবাস্তব জগতে নিয়ে যায়। মানুষ এতে সাময়িকভাবে আনন্দ লাভ করে, কিন্তু তারা যে ক্রমান্বয়ে মিথ্যার উপর ভিত্তি করেই জীবন টাকে সাজায় তা সে নিজেও উপলব্ধি করতে পারে না। বর্তমানে বিশ্ব জুড়ে প্রেমের নামে যে যৌনতার মহোৎসব চলছে তার জন্য এসব কবিরাই দায়ী। হয়তো ইসলাম এর পক্ষে কবি নজরুল অনেক লিখছেন, কিন্তু তার সব কথা এক জায়গায় জড়ো করলে অনেক অসংগতি দেখতে পাব।

কবিকে খটো করতে এসব কথা বলছি না। তিনি অবশ্যই আমাদের অনন্য অহংকার। তবে অবশ্যই পুর্নাঙ্গ অনুসরণীয় নন।

তার সৃষ্টি কখনও হয়তো আমাদের জাগতিক ক্লেশ দুর করে, কিন্তু সেটা কখনোই আমাদের স্থায়ী শান্তি দিতে পারেনা।

তার পরও তিনিই আমাদের জাতীয় কবি।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226213
২৫ মে ২০১৪ রাত ১০:৪১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
226306
২৬ মে ২০১৪ সকাল ০৭:৫০
চেতনাবিলাস লিখেছেন : Thanks to naughty boy.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File