কোথায় আজ স্বাধীনতার চেতনাধারীরা???

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:২৩:৪৯ রাত

জ্বি, এখন বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারদেরসাথেই থাকে 'র' এর অপারেটিভরা। তারা স্মার্টফোনে প্রতিটি মানুষের আসা যাওয়া চেক করছে এখন আমাদের বিমান বন্দরেই। আর তাদের চাওয়া মাত্রই, যে কাউকেই নিতে পারছে ভারত ও 'র'।জনশ্রুতি আছে, দেশী গোয়েন্দা অফিসে এখন 'র' এর ইন্টারোগেশন সেল আছে, এও জনশ্রুতি আছে যে ভারতীয় কিলিং স্কোয়াড আছে ঢাকাতে এবং গণভবনের নিরাপত্তার কোর টিমটিতেও ভারতীয় আছে। হেফাজত কিলিং, সাতক্ষীরা কিলিং এসবেও ভারতীয়রা ছিল বলে জনশ্রুতি (শুধু রিউমার নয়, হার্ডএভিডেন্স) আছে। এসবের মানে বুঝতে পারছেন? মানে হচ্ছে সার্বভৌমত্ব ছিল একটি আভিধানিক শব্দ কোনও এককালে.."দেশ বাঁচাও, মানুষ বাঁচাও" .... স্লোগানকে এখন আর খুব অযৌক্তিক মনে হচ্ছেনা, কি পরিহাস!!!

বিষয়: রাজনীতি

৯৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208404
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৪
ফেরারী মন লিখেছেন : এতো দেখি ভয়াবহ ব্যাপার স্যাপার । দেশের স্বাধীনতা আর থাকলো কোথায়?
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৪
157250
চেতনাবিলাস লিখেছেন : এভাবেই ভারত বাংলাদেশে র স্বাধীনতা কে রিতিমত ধর্ষণ করছে!
মন্তব্য এর জন্য ধন্যবাদ।
208413
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:০২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমি ভারত বাংলাদেশকে পৃথক করে দেখি না। ভারত যদি দেহ হয় বাংলাদেশ হলো তার কলিজা।
208423
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : দুঃসংবাদ
208425
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশকে কেউ ভারতবিরোধীতার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে না ।
208440
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনাই যে অচেতন।
208488
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৩
মাটিরলাঠি লিখেছেন : এটাই বাস্তবতা এখন। তবু অনেক অনেক মানুষ এখনও ঘুমিয়ে আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File