কোথায় আজ স্বাধীনতার চেতনাধারীরা???
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:২৩:৪৯ রাত
জ্বি, এখন বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারদেরসাথেই থাকে 'র' এর অপারেটিভরা। তারা স্মার্টফোনে প্রতিটি মানুষের আসা যাওয়া চেক করছে এখন আমাদের বিমান বন্দরেই। আর তাদের চাওয়া মাত্রই, যে কাউকেই নিতে পারছে ভারত ও 'র'।জনশ্রুতি আছে, দেশী গোয়েন্দা অফিসে এখন 'র' এর ইন্টারোগেশন সেল আছে, এও জনশ্রুতি আছে যে ভারতীয় কিলিং স্কোয়াড আছে ঢাকাতে এবং গণভবনের নিরাপত্তার কোর টিমটিতেও ভারতীয় আছে। হেফাজত কিলিং, সাতক্ষীরা কিলিং এসবেও ভারতীয়রা ছিল বলে জনশ্রুতি (শুধু রিউমার নয়, হার্ডএভিডেন্স) আছে। এসবের মানে বুঝতে পারছেন? মানে হচ্ছে সার্বভৌমত্ব ছিল একটি আভিধানিক শব্দ কোনও এককালে.."দেশ বাঁচাও, মানুষ বাঁচাও" .... স্লোগানকে এখন আর খুব অযৌক্তিক মনে হচ্ছেনা, কি পরিহাস!!!
বিষয়: রাজনীতি
৯৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য এর জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন