রক্তে আমার কুরআণের সুর!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৪:১৭ বিকাল
আধুনিকতা!
তোমার পাশবিক চেতনা নিয়ে
আমাকে ডেকোনা ।
কারণ আমি জেনে গেছি
জীবনের অমৃত আল কুরআন ।
নগর সভ্যতা,
তোমার রাসয়নিক বিষাক্ত বাতাসের নিশ্বাস নিতে
আমাকে ডেকোনা ।
কারণ আমি বুঝে গেছি
ওখানে কৃত্রিমতার মহা সমাবেশ থাকলেও
আত্মাকে শীতল করতে একরত্তি আবেজমজম সেখানে নেই ।
"মুহম্মদ (স)" এর নাম জপে আমি যে সূধা পাই
পৃথিবীর তাবৎ মাইকেল জ্যাকসন একত্রিত হয়েও
আমাকে তার কোটি ভাগের একভাগও দিতে পারবে না।
আলকুরআনের জীবন বিধান ই
আমার জন্য মুক্তির একমাত্র পাথেয় ।
হাজারো টলস্টয় কিংবা লেনিন, মার্কস এর মানব সৃষ্ট জীবন পথকে
আমি তাই প্রত্যাখাণ করছি ।
আমি বুঝে গেছি পার্থীব জবিনটাই আমার জন্য শেষ নয় ।
মহাবেশ্বর প্রতিটি সৃষ্টিই আমাকে জানিয়ে দিচ্ছে মহান সৃষ্টি কর্তার অস্তিত্ব।
আমি সেই সৃষ্টি কতর্কার সন্ধান পেয়ে গেছি।
গণতন্ত্র, আধুনিকতা বা কথিত লুটেরা সভ্যতাকে আমি তাই
যোজন যোজন দূরে নিক্ষেপ করছি।
বিষয়: সাহিত্য
১২৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গণতন্ত্র, আধুনিকতা বা কথিত লুটেরা সভ্যতাকে আমি তাই
যোজন যোজন দূরে নিক্ষেপ করছি।
ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন