হৃদয় মাঝে যে সুর বাজে।
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ নভেম্বর, ২০১৩, ০১:১৯:০১ দুপুর
হৃদয় বীণার তারে তারে মোর
যে সুর করছে খেলা,
যে মধু স্বপ্ন রাঙা মন মাঝি
ভাসালো আশার ভেলা।
সে আশার পালে লাগলো যে দোল
মিষ্টি দক্ষিণা বায়ে,
নুতন ভোরের নব প্রান্তরে
যাব আজ পৌঁছায়ে।
বিষয়: সাহিত্য
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন