এ কেমন গণতন্ত্র!!!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ নভেম্বর, ২০১৩, ০২:৩৯:৩০ দুপুর

বাংলাদেশে ৯০% লোক মুসলমান। তাদের অধিকাংশই মুসলিম হয়ে গর্ববোধ করে। তবে কিছু তথা কথিত আধুনিক মনা লোক আছে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করে।এই শ্রেনীর মানুষ গুলো পশ্চাত্য আর হিন্দুয়ানী চাল চলনে নিজেদের সপেঁ দিয়েছে। এরা পরোকালকে বিশ্বাস করে না , যা ইসলামের একটি মৌলিক বিষয়।

এরাই কথিত সেকুলার মতবাদের নামে সমাজে ধর্ম হীনতা প্রচার করে বেড়ায়। কিন্তু তার পরও বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় চেতনা প্রবল। এ বছর হেফাজত কর্মীদেরউপর ব্রাহ্মন্যবাদী সরকারের নিষ্ঠুর অত্যাচারের পর থেকেই সে চেতনার নব জাগরণ ঘটেছে। আর তারই বহিপ্রকাশ ঘটেছে দেশের পাঁচ পাঁচটি সিটি নির্বাচনে। সরকার সমর্থক গোষ্ঠীকে সিটি গুলোর জনগণ বিপূল ব্যবধানে ভোটের মাধ্যমে পরাজিত করেছে।

দেশের জনগণের মধ্যকারই নবউথ্থান দেখেই ব্রাহ্মন্যবাদী বাকশালী সরকার জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিতে সংবিধানের দোহাই দিচ্ছে। তারা জেনে গেছে সুষ্ঠু নির্বাচনে আগামীতে এদেশের ইসলামপন্থী জনগোষ্ঠী বাকশালীদের প্রত্যাখ্যান করবে।এজন্যই তারা ভোট নিয়ে নানা নাটক শুরু করেছে। গণতন্ত্রের মানস কণ্যার গণতন্ত্রের প্রতিএহেন অশ্রদ্ধা দেখে মনে বার বার প্রশ্ন জাগে "এ কেমন গণতন্ত্র?"

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File