কঠিন কথা!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২১ নভেম্বর, ২০১৩, ০৯:৫৬:২৭ রাত
দেশটা মানে বাংলাদেশটা এখন যেন বারুদের উপর দাড়িয়েঁ আছে। বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট নিরপেক্ষ অন্তবর্তী সরকারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে । কিন্তু বাংলাদেশের মুসলিম চেতনাকে চিরতরে ধ্বংস করে দিতেই আ,লীগ নেতৃত্বাধীন নাস্তিক্যবাদী সরকারএখন বেপরোয়া। ক্ষমতায় গিয়ে বিভিন্ন দাবির কারণে ই সরকার বেশি দেশবাসীকে হত্যাআর গুম করেছে যে তা যে কোন গণহত্যাকেও হার মানায়।এখন আবার নিজেদের খেয়াল খুশি মত সংবিধান পরিবর্তন করে সেই সংবিধান রক্ষার নামে চরম গোয়ার্তুমি শুরু করেছে। গোয়ার্তুমির পরিণতি ভাল হয়না। চারিদিকে তারআলামতএখন সুষ্পষ্ট। সরকার সমর্থক প্রান্তিক পর্যায়ের লোকেরো সেটা বুঝতে পারলেও বুঝতে পারছে না ক্ষমতার মদ খওয়া নীতি নির্ধারণী মহল। তারাআজ দেশকে সর্বনাশের দিকেই নিয়ে যাচ্ছে। গণতন্ত্রআর মুক্তিকামী মানুষকে তারা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করছে। জনতা একবার ক্ষেপে গেলে কারোই নিস্তার নেই। নিস্তার পায়নি পাক হানাদাররা। নিস্তার পায়নি বিশ্ব বেহায়া।আর লেডি হিটলারের জন্য রয়েছে আরও কঠিন শিক্ষা। অতএব সাধু সাবধান।
বিষয়: রাজনীতি
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন