বলার ছিল অনেক কথা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৪ এপ্রিল, ২০১৩, ০৮:৫৭:১২ রাত



বলার ছিল অনেক কথা , বলতে পারি না,

মু'মিন মনের সাহস নিয়ে চলতে পারি না।

অনাচার আর অসভ্যতায় ভরে গেছে দেশ,

জানিনে এই অপঘাতের কোথায় হবে শেষ।

কোথায় পাব প্রাণ জুড়ানো ইসলামী সমাজ,

আল কুরআনের পথটি ধরে পরবো মাথায় তাজ।

অসভ্যতার মাতাল নৃত্য ঝড়ের বেগে ছোটে,

সেই ঝড়ে সব গোলাপ ঝরে,মন বাগানে ফোটে।

সামনে হাজার বাঁধার পাহাড় আসছে আমায় ঘিরে,

কেমন করে পৌঁছবো আমি জীবন নদীর তীরে।

রক্ত চোখের খুন চাহনী করছে আমায় তাড়া,

স্বপ্ন ভরা ভাবনা গুলো হচ্ছে দিশা হারা।

ভীরুর মত বাঁচতে এখন চাচ্ছে না মন আর,

হে দয়াময় এই অঁধারে কর গো আমায় পার।

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File