দিগন্তে ওই ভোরের আভাস
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১২ এপ্রিল, ২০১৩, ১০:১৯:৩৫ সকাল
সত্যবাদী দেশপ্রেমিক আজ চলেন কারাবাস,
তাইতো দেখি পূব দিগন্তে ভোরের পূর্বাভাস।
বাকশালীদের দিন গুলিও ফুরিয়ে এল বেশ,
এবার বুঝি বিশ্বাসীদের আলোয় ভরবে দেশ।
নস্তিকেরা প্রমাদ গুণে,হারায় দিশা সব,
চারদিকে আজ শুনছি মু'মিন মুখের কলরব।
ভেক ধরা সব ভন্ড হুজুর দিচ্ছে পিছু টান,
হেফাজতের আলোড়নে বেগ পেল ঈমান।
ছিল যারা ভয়ে নিশ্চুপ তাদের মুখেও হাসি,
দ্বীনকে ভাল বাসতে তারা পরবে হাজার ফাঁসি।
বাকশালীদের রক্ত চোখ আর ভয় পাবেনা কেহ,
দেশ বাঁচাতে মালও দেবে, দেবে প্রাণ ও দেহ।
মু'মিন মনের সাধ পূরাতে শহীদ হবে ভাই,
বীর মাহমুদ বন্দী হয়ে মেসেজ দিলেন তাই।
খালিদ তারিক তিতুমীরকে রুখবে বলো কে?
সব মু'মিন আজ সাধের জীবন বাজি রেখেছে।
ফটিক ছড়ির ধুলায় আজি মিশে নাস্তিক লীগ,
তাদের দেখে বেদ্বীন গুলো হচ্ছে বেগতিক।
বীর মাহমুদ আজকে সবার হৃদয় কেড়েছে,
তার দেখানো পথেই প্রাণে জোয়ার এসেছে।
সব মু'মিন আজ এক কাতারে শামিল হও গো ভাই,
এই যমিনে বেদ্বীন কারো হবেনা আর ঠাঁই।
নতুন ভোরের নতুন আলোয় রাঙতে যদি চাও,
আল ইসলামের পাক নদীতে জীবন নাওটি বাও।
কান পেতে ওই শোন ডাকে বীর মুজাহিদ আজ,
এই ডাকে আজ দাও গো সাড়া,থাকুক হাজার কাজ।
পূব দিগন্তে সূর্য শোনায় নতুন ভোরের ডাক,
মু'মিন চিত্তে শান্তি কপোত ডাকছে বাকুম বাক।
বিষয়: সাহিত্য
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন