ফ্যসিবাদ নীপাত যাক
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১১ এপ্রিল, ২০১৩, ০২:১১:০৭ দুপুর
নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই আজ নির্ল্জ্জভাবে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের নয়নের মনি জনাব মাহমুদুররহমানকে।সরকারের এহেন ফ্যাসিবাদি আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার যে সত্যকে ভয় পায় মাহমুদুররহমানকে গ্রেফতার করায় তা আবার প্রমাণিত হল। এখন এদেশের সত্যপ্রিয় আর সত্যিকারের দেশপ্রেমিক মানুষকে বুঝতে হবে এখন চুপ করে থাকার আর সময় নেই। আওয়ামীলীগ নিজেদের দেশবিরোধী কাজকে মানুষের উপর জোর করে চাপিয়ে দিতেই সব সত্যবাদী মানুষের টুটি চেপে ধরেছে। ঠিক এরকমই হয়েছিল ৭২-৭৫ বাংলাদেশে। মুখে গণতন্ত্রের বুলি আউড়িয়ে যে কীনা বাংলাদেশের আপামর জনতাকে জীবন দিতে প্রস্তুত করেছিল সেই কীনা রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল সামান্য কয়েক মিনিটে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ আজ জেনে গেছে এদেশের সাধারণ মানুষের অন্তরে আর তাদের জন্য সামান্য ভালবাসাটুকুও অবশিষ্ট নেই। এজন্যই আজ চরম ফ্যাসিবাদী রূপে নিজেদের আত্ম প্রকাশ করছে দেশবাসীর সামনে। একে একে তাদের অপরাজনীতি বিরোদী সবাইকে রক্তচক্ষু আর অস্ত্র দিয়ে দমিয়ে রাখতে চাইছে। তারা আজ ভুলে গেছে এদেশে তীতুমীরের দেশ। এখানে বুকের রক্তে নিজ অধিকার প্রতিস্ঠার সংগ্রামে ঝাঁপ দিয়ে পড়া ঈমানদার মানুষের অভাব নেই। দেশের প্রয়োজনে তারা সময় মত নিজেকে বিলিয়ে দিতে উদগ্রীব।
আজ নির্যাতীত মানুষের বুলন্দ কন্ঠস্বর জনাব মাহমুদুররহমানকে গ্রেফতার করে তারা যে কাপুরুষোচিত কাজ করেছে তার মাসুল এই নব্যবাকশালীদের কড়ায় গন্ডায় দিতে হবে।
কাজেই সাধু সাবধান।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন