কোন নরকের বিষনাগিনী

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১০ এপ্রিল, ২০১৩, ০৫:৫৭:৪১ বিকাল



কোন নরকের বিষ নাগিনী

হানলো বুকে বিষ অঢেল,

কোন বাদাড়ের আঁধার মেঘে

চলছে দেশে আজব খেল।

কাল নাগিনীর ফণায় ঝলে

বিষ ভরা কোন মরণ বান,

ফোস ফোসানির কুট দাপটে

উথলে ওঠে ঝড় তুফান।

বদ হায়েনার বীকট তেজে

টাল মাটাল আজ জীবন পথ,

হনুমানের লঙকা কান্ডে

টললো মানব জয়োরথ।

বিষয়: সাহিত্য

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File