শাহবাগের আন্দোলন যেমনটা দেখলাম !!!
লিখেছেন লিখেছেন ডিজিটাল চুলকানি ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫১:২৬ সন্ধ্যা
শাহবাগের আন্দোলন নিয়ে তরুণ প্রজন্মের উচ্ছাস আমার মনে দোলা দিয়েছিল, সেখানে উপস্থিত হওয়ার জন্যে মন উচাটন করেছিল কিন্তু যেহেতু দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে আমার অবস্থান তাই যেতে পারলাম না। প্রথম কয়েকদিন শাহবাগের আন্দোলন আমার মনকে উদ্বেলিত করেছিল ভেবেছিলাম পরিবর্তনের শপথ নিয়েই বুঝি এই শাহবাগ আন্দোলন। কদিন যেতে না যেতেই শাহবাগ আন্দোলন-এর বিপরীতে আমার অবস্থান তৈরী হলো। কেন এমন হলো তার প্রশ্ন খুজে বেরিয়েছি নিজে নিজেই উত্তর বের করা কষ্টকর হয়নি। একজন মুসলমান হিসেবে নিজেকে দাবী করি বাবা মুসলমান সেই অর্থে মুসলমান নয়, মুসলমানদের যে দায়িত্ব কর্তব্য তা পালন করার পরের মুসলমান। সেজন্যে ভালো লাগলোনা শাহবাগের উদ্দাম নৃত্য, ভালো লাগলোনা আলেমদের পোশাক পড়িয়ে ফাসিতে ঝুলানোর অভিনয়, ভালো লাগলোনা মোমবাত্তি প্রজ্জলন। সইলোনা নানান জনের নানান বাণী শাহবাগে না গেলে রাজাকার। আমি আল্লাহর কসম করে বলছি জামায়াত ইসলামী এবং ছাত্রশিবিরের সহিত আমার এখন দূরতম সম্পর্ক ও নেই কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখেছি।
- পছন্দ করিনা শিবির যা প্রচার করে ছবিকে গোলচিহ্নিত করে,
- পছন্দ করিনা মিথ্যে সাংবাদিকতা।
- পছন্দ করিনা গীবত করতে।
- পছন্দ করিনা কোন ড্যান্স পার্টির ছবি জুড়ে দিয়ে বলা যে এটা রাতের শাহবাগ তথা প্রজনন চত্বর বলতে।
- পছন্দ করিনা মিথ্যে রটনা ছড়াতে যে শাহবাগে ১৩ তরুণী ধর্ষিত।
- পছন্দ করিনা নাস্কিকতার প্রমাণ দিতে গিয়ে পত্র পত্রিকায় রাজীবের লেখা পাবলিশ করে দেয়া।
এত অপছন্দতে শাহবাগের আন্দোলনের সাথেই আমার থাকার কথা কিন্তু ধর্ম আমাকে বারন করে, পৌত্তলিকতার সব আচরন যে শাহবাগে হচ্ছে তা থেকে দূরে থাকতে।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন