জামায়াত আসলে যেমন !!!

লিখেছেন লিখেছেন ডিজিটাল চুলকানি ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৩:১৬ দুপুর

জামায়াত আসলে যেমন লেখাটি পড়লাম, ছবিটা ঝাক্কাস অইছে। আসলে শুধু জামায়তা-কে দোষ দিলে বিষয়টা একপেসে হয়ে যায়। বাংলাদেশের প্রতিটা রাজণৈতিক দল-এর আচার আচরন ঠিক ছবিটার মত। যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসছেন তারা কতটুকু গণতন্ত্র মানছেন। টক শো, রাউন্ড টেবিল-এ এসে গণতন্ত্র গণতন্ত্র বলে মুখের ফেনা তুলছেন আর পরিবারের সন্তানটি-কে বানিয়ে নিয়ে আসছেন এমপি বা সাংগঠনিক দায়িত্বে। লেখককে ধন্যবাদ লেখার জন্যে আর মডুকে ধুইন্যাপাতা গতকালকে আমার একটা লেখাকে গদাম দেয়ার জইন্যে। গদাম খাওয়ার অভ্যেস নেই। এই চুলকানি ঘৃনা করে গদাম-কে।

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File