জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় সাময়িক স্থগিত

লিখেছেন লিখেছেন ডিজিটাল চুলকানি ১১ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪৫:১৮ বিকাল

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় সাময়িক স্থগিত হওয়ায় যারা সাময়িক তুষ্টিতে আছেন তারা বোকার স্বর্গে বাস করছেন? ধৈর্য ধরুন বিরক্ত হবেন না। কাদের মোল্লার আইনজীবি রাজ্জাক সাহেব চেয়েছিলেন পুরো রায় হাতে পাওয়ার পরের ২৯ দিনের মাথায় আপিল বিভাগে অর্থাৎ চেম্বার জজ আদালতে যাবেন, আর সেটা যদি হতো তাহলে এসরকারের আমলে আর ফাঁসির রায় কার্যকর করা যেত না। তাই সরকার ধূর্ততার পরিচয় দিয়ে কালকে নাটকের একটি মঞ্চ তৈরী করলো যেন জামায়াত ফাসির রায় স্থগিত করতে চেম্বার জজের নিকট যায়, তাই হলো জামায়াত গেলো। আগামীকাল আপিল নিষ্পত্তি ও হয়ে যাবে তখন আর জামায়াতের বলার কিছু থাকলো না। সরকার আর্ন্তজাতিক মহল থেকে বাহবা পেলো নির্বাচনে বৈতরনী পার করার জন্যে বলতে পারলো একটাকে ঝুলিয়েছি আরেকবার সুযোগ দিলে সবকটাকে ঝুলাবো।

আমি কি ভুল বললাম।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File