শহীদ কিশোর তাহমিদের মৃত্যু এবং পছন ধরা আমাদের সুশীল মিডিয়া...

লিখেছেন লিখেছেন শিকদার ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৩:২৯ রাত



তাহমিদ। সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলেটি সিলেটের স্বনামধন্য ব্লু-বার্ড স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ভর্তি হয়েছিল দেশের আরেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে। বিগত কয়েকদিন সোচ্চার ছিল যুদ্ধাপারাধীদের বিচার দাবীর আন্দোলনে। যার প্রমান সিলেটের শহীদ মিনার অভিমুখে মিছিলের সম্মুখে তাহমিদের উপস্থিতি। তবে তাহমিদ অন্য সুশীল মুসলিমদের মত নিজের মুসলমানিত্ব বিলীন করেনি। তাহমিদ মরে প্রমান করেছে নবীর অপমানের প্রতীবাদ করা যেমন তার কর্তব্য তেমনি যুদ্ধাপারাধের অভিযোগে অভিযুক্তদের বিচারও জরুরী। তাইতো মুসলিম হিসেবে সে প্রতীবাদ জানাতে সামিল হয়েছিল শুক্রবারের মিছিলে। কিন্তু ছাত্রলীগ আর পুলিশের যৌথ এট্যাকে গুলিবিদ্ধ হয়ে সেদিন শাহদাত বরন করে অসম্ভব মেধার অধিকারী ২০ বছরের সম্ভাবনাময়ী যুবক তাহমিদ।

মৃত্যুর পরে আমাদের তথাকথিত সুশীল-প্রগতিশীল মিডিয়া ব্রেকিং নিউজ দিল, "সিলেটে শিবির-পুলিশের গোলাগুলি। বিক্ষুব্ধ জনতার গনপিটুনিতে এক শিবির ক্যাডার নিহত!" অবাক হওয়ার মত হয়ত খবর নয় এটা। কারন মিডিয়া সম্প্রতি কিছু নতুন শব্দ তাদের অভিদানে সংযুক্ত করেছে। এই যেমন উত্তেজিত জনতা, বিক্ষুব্দ জনতা ইত্যাদি। শুক্রবার সন্ধ্যায় তাহমিদের পিতা জানালেন, তার ছেলে কোন রাজনৈতিক দলের কর্মী দুরের কথা সমর্থকও ছিলনা। ঘটনার দিন সে সবাইকে বলে অন্যান্য প্রতেবেশি ছেলেদের সাথে মিছিলে যোগ দিয়েছিল। তাহমিদ যে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় সেটা তার কলেজের ছাত্র-শিক্ষক একবাক্যে শিকার করেছে। এখন প্রশ্ন, যেসব মিডিয়া রাসুল সাঃ এর অবমাননার প্রতীবাদ জানাতে গিয়ে হত্যার শিকার শহীদ তাহমিদের নামের পাশে শিবির ক্যাডার, উত্তেজিত জনতার গনধোলাই লাগালো তাদের সেই অপকর্মের শাস্তি কি? আপাতত বুমেরাং পেইজের পক্ষ থেকে সেসব মিডিয়া এবং সাংবাদিকদের এক দলা থুতু আর অসীম ঘৃনা জানালাম।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File