হে শাহবাগীরা !! আসেন একটা ইন্টারভউ দেন !!

লিখেছেন লিখেছেন শিকদার ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৫:০৯ রাত

হে শাহবাগীরা !! আসেন একটা ইন্টারভউ দেন !!

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কে ট্রাইবুনাল গঠন করেছে ? - সরকার

যুদ্ধাপরাধীদের কে গ্রেফতার করেছে ? - সরকার

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কে প্রসিকিউর নিয়োগ দিয়েছে ? - সরকার

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে কে ব্যর্থ হয়েছে ? - সরকার

এবার আন্দোলনে নামুন। অবশ্যই আন্দোলনে নামুন। জঘন্য এ মানবতাবিরোধীদের সবোর্চ্চ বিচার চাই ই চাই।

এখন বলুন, আন্দোলন কার বিরুদ্ধে হওয়া উচিত ? সরকার নাকি আদালত ?!

যদি আদালতের বিরুদ্ধে হয় তাহলে নিশ্চয়ই পুলিশ আপনাদের জামাই আদর করে বিরানী খাওয়াবে না।

তারমানে আপনারা আন্দোলন করেছেন সরকারের বিরুদ্ধে।

আচ্ছা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু সরকার আপনাদের খাবার, পানি, ছায়া, নিরাপত্তা, মিডিয়া সবশেষে বডিগার্ড দিয়েছে কেন?

উহ ! উত্তর দিতে পারছেন না?

তাহলে বক্কি-চক্কি বাদ দিয়ে আসল প্রশ্নটা করি ?

কত টাকার চুক্তিতে কিংবা কোন ক্ষমতার প্রলোভনে এতগুলো মানুষের আবেগকে একটি রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিয়েছেন?

উহ !! আপনি জানেন না? উহ ! আপনিতো আন্দোলনের উদ্যোক্তা না। একজন লাফানি পার্টি মাত্র।

তাহলে যান, গিয়ে আন্দোলনের উদ্যোক্তাদের কানটা ধরে জিজ্ঞাসা করে আসেন, কেন তারা এতগুলো মানুষের আবেগের সাথে মিরজাফরগীরী করে আন্দোলনটাকে বিক্রি করে দিয়েছে। বিক্রির ভাগ-বাটোয়ারা আপনি পেলেন না কেন চাইলে সেটাও জিজ্ঞেস করতে পারেন। ফেরার পথে কাউকে আবার বলে দিয়েন না যে, ‍ধোঁকাবাজির নাটক সাজাতে গিয়ে আন্দোলনের বারোটা বাজিয়ে দিয়েছেন।

.. আর পাঠার মতো ফেসবুকে ব্যা-ব্যা না করে বসে বসে চিন্তা করুন গুটিকতক কুলাঙ্গার নাস্তিকের জন্য এতবড় একটা আন্দোলন কেন আজ সফলতার দ্বারপ্রান্ত থেকে ছিটকে পড়তেছে ??

চাইলে আমার সাথে এ দু’আ ও করতে পারেন ---

হে আল্লাহ ! তুমি আমাকে মুহাম্মদ (সা.) এর চরিত্রে চরিত্রবান করে দাও। সমস্ত ইসলাম বিদ্বেষী তথা কুৎসাকারীদের হেদায়েত দিয়ে দাও। হেদায়েত এদের তাকদিরে তা থাকলে মূলোৎপাটন করে দাও।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File