জামায়াতের নিবন্ধন বাতিল ও আমার দুই লাইনের কথা

লিখেছেন লিখেছেন একত্ববাদী ছেলে ০১ আগস্ট, ২০১৩, ০৩:৫৬:৫৯ দুপুর

প্রসঙ্গ : জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষনা করেছে হাইকোর্ট ।

কারন : দেশের সংবিধানের সাথে তাদের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সাংঘর্ষিক ।

আমার কথা : আমার আদর্শের সাথে জামায়াতের আদর্শের বিস্তার ফারাক আছে । I have nothing to do with JAMAYAT .

তবে যে ধারাটির কারনে তাদের নিবন্ধন বাতিল করা হলো তা প্রত্যেক মুসলিমের বিশ্বাস ।

" সকল ক্ষমতার উত্‍স আল্লাহ এবং আল্লাহ ছাড়া অন্য কারো প্রদত্ত বিধান মেনে নেওয়া হবেনা । "

এই কথাটা তো জামায়াতের একার সম্পত্তি নয় । এই কথাটা মুসলিম জাতীর সম্পত্তি । এটি মুসলিমদের প্রাণের কথা । আর এই কথাটাকে অবৈধ বলে আমাদের উচ্চকোট মূলত মুসলিম দেরই অবৈধ ঘোষনা করলো ।

* * কোন মানব রচিত বিধান যদি আল্লাহর সার্বভৌমত্বের কথার সাথে সাংঘর্ষিক হয় তবে আল্লাহর সার্বভৌমত্বের কথা নয় , ঐ মানব রচিত বিধানই অবৈধ । **

এই ঘটনা থেকে জামায়াতের ভাইদের শিক্ষা নেওয়া উচিত্‍ , যে গণতন্ত্রের মত একটা ইসলাম বহির্ভূত পন্থার সাথে আপোষ করে ইসলাম প্রতিষ্ঠা করা অসম্ভব ।

কোনদিনই ইসলাম গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত হতে পারবেনা । আপনাদের সামনে এই কথার জ্বলজ্যান্ত প্রমাণ মিশরের মোহাম্মাদ মুরসি । গণতান্ত্রিক উপায়ে ইসলামীকরন করার চেষ্টাকরে তিনি কতটা সফল হয়েছেন ? আসলে কেউই গণতন্ত্রের সিড়ি বেয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেনা । এটা এই অধমের চ্যালেঞ্জ ....

বিষয়: বিবিধ

১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File