উপলব্ধিঃ ক্ষণিকের জীবন

লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ২৬ মার্চ, ২০১৩, ০৯:৪৪:০৮ রাত

একজন মুসলিম ও একজন জাহিল দুইজনেই একটি গভীর সত্য উপলব্ধি করে। এ জীবন ক্ষণিকের। কিন্তু সেই উপলব্ধির বাস্তব প্রয়োগে দুইজন ভিন্ন পথে হাটে।

একজন জাহিল ভাবতে থাকে, আরে দুই দিনের দুনিয়া, খাও দাও মাস্তি কর। মুভিতে বলে, "জী-ও জী ভারকে। ক্যায়া পাতা, কাল হো না হো" কিংবা "ইটস ইয়োর লাইফ, কালার ইট" বা "দুনিয়াকি মাজা লে লো, জিন্দেগি না মিলেগি দোবারা"। এই ধরনের চমকপ্রদ কিছু শব্দগুচ্ছ দ্বারা তারা জীবনের অর্থ খুঁজে বেড়ায়। ফলে নশ্বর আর ক্ষণিকের এই জীবনটা আনন্দ আর ফুর্তিতেই কাটিয়ে দেয়।

আর একজন মুসলিম ভাবতে থাকে, এই ক্ষণিকের জীবনটাই আমার জন্যে পরীক্ষা। এই রঙ্গিন পৃথিবীর রঙমঞ্চটাই আমার জন্যে পরীক্ষা। আমি তো সৃষ্টি হয়েছি শুধুমাত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করা জন্যে। আমার প্রতিটি কথা, প্রতিটি কাজের হিসেব দিতে হবে আল্লাহর কাছে। ছোট বড় সকল কাজের। টাইম ইস রানিং আউট। ক্ষণিকের এই জীবনটা আনন্দ ফুর্তিতে নষ্ট করে অন্তহীন সেই পরকালকে ধ্বংস করা আমার পক্ষে সম্ভব নয়। ফলে তার সমস্ত জীবন সে আল্লাহ্‌র দাসত্বেই কাটিয়ে দেয় এবং সবকিছুতেই বলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর প্রতি প্রতিটি নিয়ামাতের জন্যে সন্তুষ্ট।

দুজনের একি উপলব্ধি হলেও আইডিওলজির ভিন্নতা কাউকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেয়, আর কাউকে জান্নাতের...

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File