আপনার আইডল কাকে মানছেন?
লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ২৪ মার্চ, ২০১৩, ০৩:১৯:৩৯ দুপুর
মানুষ প্রায়ই তার প্রিয় ব্যক্তিত্বের জীবনী পড়ে থাকে। কেননা কোন না কোন উপায়ে সেই ব্যক্তি তার চিন্তা চেতনার উপর প্রভাব ফেলে।
কিন্তু একজন মুসলিমের চিন্তা চেতনার উপর প্রভাবশালী শুধু একজনই হতে পারেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের বুঝতে হবে যাদের আমরা প্রভাবশালী মনে করছি, আল্লাহর প্রেরিত রাসূলের তুলনায় তারা কিছুই নন। আমাদের জীবন পরিচালনার সর্বোত্তম আদর্শ বিদ্যামান তাঁর জীবনেই।
আমরা যখন রাসুলাল্লাহর জীবনী পড়ছি ,তখন আমাদের বুঝতে হবে আমরা সেই মানুষটার জীবনী পড়ছি, সেই মানুষটার জীবন থেকে আদর্শ গ্রহণ করছি, স্বয়ং আল্লাহ্ সুবহানা ওয়া তা'লা যাকে বলেছেন "প্রশংসিত জন" এবং "সমস্ত সৃষ্টির জন্যে রহমত"।
আমাদের চিন্তার জায়গাটা আরেকটু প্রশস্ত হওয়া উচিৎ। অন্ধের মত কাদের আমরা 'আইডল' মানছি?
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন