নারীমুক্তির ভ্রান্তি

লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ২৩ মার্চ, ২০১৩, ১০:৪২:২৪ রাত

আমি কোন নারীবাদি দৃষ্টিকোণ থেকে বলছিনা। তবে যখনই টিভিতে কোন রঙ ফর্সাকারি ক্রিমের বিজ্ঞাপন দেখি অথবা এইসব ক্রিমের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর "ফর্সা সুন্দরী" প্রতিযোগিতার আয়োজন দেখি তখন তা আমার কালো চামড়ার বোনটির জন্যে মারাত্মক অফেন্সিভ আর রেসিস্ট মনে হয়।

আর এইসব হাই সোসাইটি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাই ক্লাস মানুষগুলোই বলে বেড়ায় নারীকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। নারীকে আপলিফট করতে হবে। নারীকে আধুনিক হতে হবে।

তারপরেও আমার বোনগুলো ঠিকই এইসব হ্যামিলনের বাঁশিঅলার সুরে মোহিত হয়।

বিষয়: বিবিধ

৮৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File