ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস

লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ১৮ মার্চ, ২০১৩, ০৩:৩৭:০৭ দুপুর

মুসলিম বীর তারিক বিন জিয়াদের নেতৃত্বে যখন মুসলিমবাহিনী স্পেন জয় করতে যান, তখন কয়েকদিনব্যাপী স্পেনের শাসক রডরিক বাহিনীর সাথে তুমুল যুদ্ধ হয়। এরই মাঝে একদিন একদল স্প্যানিশ শাসক রডরিকের কাছে যুদ্ধের সর্বশেষ খবর নিয়ে হাজির হন। রডরিক যখন যুদ্ধের অবস্থা জিজ্ঞাসা করেন, তারা জানায়,

- "মহারাজ! আমরা মনে হয় আকাশ থেকে নেমে আসা কিছু প্রাণীর সাথে যুদ্ধ করছি।"

রডরিক জিজ্ঞাসা করেন, "মানে? কি বলতে চাও?"

- "সত্যি বলছি। ওই মানুষগুল সারা রাত সূফি সাধকদের মত ইবাদত করে আর দিনের বেলা সিংহের মত যুদ্ধ করে। বিশ্বাস করুন! এরা মানুষ হতে পারেনা। এরা অন্য কিছু!"

এই "আকাশ থেকে নেমে আসা" মুসলিমরাই প্রায় ৮০০ বছর স্পেন শাসন করেছিল। ওরিয়েন্টালিস্টদের মতে ইউরোপ যখন ধুঁকছিল, মুসলিমদের শাসনে স্পেন তখন উন্নতির চূড়ায় অবস্থান করছিল। এই ছিল মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিহাস।

আজ আমরা মুসলিমরা ভয়ানক এক আত্মভোলা জাতি। বার্সা, রিয়াল এর খেলা দেখে পুলকিত হই, অথচ সেখানে আমাদের পূর্বসূরিদের ইতিহাস জানিনা।

[ডঃ তাওফীক চৌধুরীর লেকচার The Rise and Fall of Al Andalus থেকে সংগৃহীত]

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File