মধ্যযুগ?

লিখেছেন লিখেছেন নাজমুস সাকিব ১ ২৩ এপ্রিল, ২০১৩, ০৬:৫৫:৩৮ সন্ধ্যা

জি ভাই। এই মধ্যযুগেই আমরা বাইজেনটাইন, পারশ্য, সিরিয়া, মিসর, প্যালেস্টাইন, রোমা, আফ্রিকা, সিন্ধু, এশিয়া সহ স্পেন জয় করেছিলাম। শত শত বছর রাজত্ব করেছিলাম এই মধ্যযুগেই। এই মধ্যযুগেই ইসলামি শাসনের ফলে অমুসলিমরা নিরাপদ বোধ করতো। কোনদিন পড়েছেন এইসব ইতিহাস?

এই মধ্যযুগেই যখন স্পেন উন্নতি আর উৎকর্ষের তুঙ্গে ছিল, তখন আজকের আধুনিক ইউরোপ ফুটো থালা নিয়ে ঘুরছিল। কোনদিন জানতে চেয়েছেন সেই ইতিহাস?

এই মধ্যযুগেই দাস দাসীদেরকে মানুষ বলে স্বীকৃতি দিয়েছিল ইসলাম। কোনদিন পড়েছেন সেসবের ঐতিহাসিক বিশ্লেষণ? নাকি ইসলাম তো সবাইকে দাসী বানাবে - বলেই ফাল পেড়েছেন মাত্র?

এই মধ্যযুগেই আমরা মেয়েদের বাঁচিয়েছিলাম জীবন্ত কবরস্থ হওয়া থেকে। তাদের পণ্য হওয়া থেকে। তাদের যৌনক্রিড়ার পুতুল হওয়া থেকে। কোনদিন ঘেঁটেছেন সেসব ইতিহাস? এই মধ্যযুগেই ইসলাম নারীদের এমন সব অধিকার দিয়েছিল, যা আজকের আধুনিক সমাজ দিতে শত শত বছর লাগিয়ে দিয়েছিল। এই মধ্যযুগেই ইসলাম নারীদের স্বতন্ত্র স্বত্বা ও সম্মান দিয়েছিল, যখন আধুনিক সমাজ মিটিং করছিল, যে নারীদের মানুষের কাতারে ফেলা যায় কিনা!

জি। আমি সেই মধ্যযুগেই ফিরে যেতে চাই।

বিষয়: বিবিধ

১৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File