হে মানুষ! কবে তোমার ফিরবে হুঁশ?
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৭ জুন, ২০১৫, ০৮:৫৬:৫২ রাত
কখনো শুনেছেন, গভীর সমূদ্রে সময় মতো খাবার না পেয়ে তিমি-হাঙর বিদ্রোহ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আফ্রিকার জঙ্গলে বাঘ-সিংহ গরু-মহিষের গোশতের মূল্যবৃদ্ধির কারণে সবজি খাওয়া শুরু করেছে।
বনের লক্ষ লক্ষ হাতি-গন্ডার তাদের ভবিষ্যত প্রজন্ম কি খাবে? কোথায় থাকবে এবং তাদের বার্ধক্যের কথা চিন্তা করে বিশ্বব্যাংকে সেভিংস একাউন্ট খুলেছে, এফডিআর চালু করেছে!
না। এমন কথা শুনেন নি এবং শুনবেনও না। কারণ তারা তাদের রব এবং সৃষ্টিকর্তার উপর মজবুতভাবে ঈমান এনে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। তাই তাদের রিযক এবং সব প্রয়োজনও তাদের রব পূরণ করে দিচ্ছেন।
কিন্তু আফসোস!
অধিকাংশ মানুষই তার রবকে অস্বীকার করেছে, ভুলে গেছে। হালাল-হারামের বাছ-বিচার না করে অতি চালাকী করতে যেয়ে নিজের রিযকের দায়িত্ব আল্লাহর পরিবর্তে নিজের উপর তুলে নেয়ার মতো ধৃষ্ঠতা দেখিয়েছে। আপন রবের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। ফলে পৃথিবী প্রশস্ত হওয়া সত্তেও মানুষের জন্য সংকীর্ণ হয়ে গেছে।
হে মানুষ!
তারপরও কি তোমার হুঁশ হবে না?
তুমি কি তোমার রবের দিকে ফিরে আসবে না?
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের নাফরমানিই
আমাদের অভাবি করে দেয়।
অনেক ধন্যবাদ
অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন