হাটহাজারী মাদ্রাসা : ভিন্নধর্মাবলম্বীদের প্রতি কওমী উলামায়ে কিরামের উদারতার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৫ জুন, ২০১৫, ০৭:২৯:২২ সকাল
চট্টগ্রাম আসলেই আমি চেষ্টা করি অন্ততঃ একবার প্রাণপ্রিয় দ্বীনী মাদ্রাসা হাটহাজারী আসার এবং এখানকার পূন্যবাণ ব্যক্তিদের সাথে সাক্ষাত করে কিছু দু'আ নেয়ার।
গত ১০ জুন এক দিনের সংক্ষিপ্ত সফরে গিয়েছিলাম চট্টগ্রাম ও হাটহাজারী মাদ্রাসা। যাওয়ার সময় তুললাম কয়েকটি ছবি। তার মধ্যে কিছু প্রিয় পাঠক ও দর্শকদের সাথে সাথে শেয়ার করছি।
এখানে সর্বশেষ ছবিটি গুরুত্বপূর্ণ। কিন্তু এটি হলুদ মিডিয়া কখনই আপনার সামনে যথাযথভাবে তুলে ধরবে না। যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী ও বিশাল বিশাল অনেক গুলো ইমারতে সুসজ্জিত হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেষেই যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে একটি মন্দির। শ্রী শ্রী সীতা কালী মন্দির।
হলুদ মিডিয়া গুলো সব সময়ই বলে বেরায় যে ইসলাম ও মুসলিমরা হলো খুবই আগ্রাসী। কওমী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম এদেশে অমুসলিম ও সংখ্যালঘুদের জন্য হুমকি।
অথচ হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শাহ আহমাদ শফী দা বা. এর প্রধান অবস্থান ও শত শত বছরের ঐতিহ্যবাহী বিশাল এই কওমী মাদ্রাসার দেয়াল ঘেষেই কিন্তু যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী সীতা কালী মন্দির। কেউ কোনোদিন এর দিকে ভ্রুকুটি করেও তাকায় নি।
কারণ ইসলাম ও কওমী উলামায়ে কিরাম আমাদেরকে এটিই শিক্ষা দেয় যে কওমী মাদ্রাসা হলো দ্বীনের দূর্গ এবং মানবতার বন্ধু। তারা সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। যে কারো মানবিক অধিকারের ব্যাপারে সচেতন। নিরপরাধ কোনো হিন্দু বা ভিন্নধর্মাবলম্বী কারো গায়ে সামান্যতম হাত দেয়াও ইসলাম সমর্থন করে না। বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে। কওমী উলামায়ে কিরাম সারা দেশের শত-সহস্র স্থানে এই সত্য বাস্তবায়ন করে দেখিয়েছে।
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ আমাদের হেফাজত করুণ আর ওদের সত্য বুঝার তাওফিক দিন।
ধন্যবাদ।
ভুল বলেন নি বটে!
মন্তব্য করতে লগইন করুন