বাংলাদেশ : যেখানে মহান আল্লাহর অপার নিয়ামতের নেই কো শেষ
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৬:৫৬ দুপুর
নদী মাতৃক উর্বর এই বাংলাদেশ। ছোট্ট এই দেশটির মাঝে মহান আল্লাহ এমন অবারিত কিছু নিয়ামত ও রাহমাত দিয়ে রেখেন যার দ্বিতীয়টি সারা পৃথিবীর অন্য কোথাও দেখা মিলবে না। শত-সহস্র সমস্যা আর নানাবিধ সীমাবদ্ধতার সত্ত্বেও প্রিয় এই ভূমির অমিত সম্ভাবনা এক অত্যাশ্চর্য।
কৃষি প্রধান এই দেশে কৃষকরাই সবচাইতে বেশি নিগৃহীত। শোষণ আল জুলুমের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে এদেশের অতীত-বর্তমান সকল শাসকগোষ্ঠীই এই জাতির কৃষকদেরকে সর্বশান্ত করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে। সেঁচ জ্বালানী তেল, সার, উৎপাদিত পণ্যের ক্রয় মূল্য কমিয়ে দেয়া, পন্যবাহী পরিবহন থেকে ঘাটে ঘাটে চাঁদাবাজি, ফরিয়াদের দৌরাত্ম্য ইত্যাদি নানাবিধ শোষণ আর জুলুমে কৃষকদেরকে কঙ্কালে পরিণত করেছে। সরকারের পৃষ্ঠপোষকতা দরকার নেই, লুট-পাট আর শোষণটি বন্ধ হলেও এই খাতটি মাথা তুলে দাঁড়াতে পারতো।
এতো প্রতিকূলতার মাঝেও একমাত্র মহান আল্লাহর অপার অনুগ্রহ আর রহমতের ফলে এই জমিন তার উৎপাদন ও ফসল ফলানোতে কৃপণতা না করার কারণে কোনো মতে বেঁচে আছে কৃষকরা। আর নানান দূর্বিপাক সত্ত্বেও একমাত্র কৃষিপ্রধান দেশ হওয়ার কারণে এবং ফসলের উৎপাদন অব্যাহত থাকার কারণে হরতাল-অবরোধ আর জ্বালাও পোড়াও এর রেশ এই জাতি এখনও তেমন একটা অনুভব করতে পারছে না। এটি মধ্যপ্রাচ্যের মরুময় কোনো দেশে হলে এতোদিনে খবর হয়ে যেতো।
এই জাতি যদি তাদের উপর মহান আল্লাহর এতো এতো অনুগ্রহকের জন্য সামান্যতম কৃতজ্ঞতাও স্বীকার করতো, যদি তাদের সৃষ্টিকর্তা, রিযিকদাতা ও মহান প্রতিপালককেই তাদের আইনদাতা ও বিধানদাতা এবং স্বার্বভৌমত্বের মালিক বলে স্বীকার করে নিয়ে তার দেয়া কুরআন সুন্নাহ অনুসারে দেশ ও সমাজ পরিচালিত করতো তবে এই ভূখন্ড হতো সারা বিশ্বের মাঝে অতুলনীয় এক দৃষ্টান্তমূলক শান্তিময় দুনিয়ার জান্নাত।
আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তাওফীক দিন। আমীন।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
আল্লার আপার দান............।
আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তাওফীক দিন। আমীন।
এই জাতি যদি তাদের উপর মহান আল্লাহর এতো এতো অনুগ্রহকের জন্য সামান্যতম কৃতজ্ঞতাও স্বীকার করতো, যদি তাদের সৃষ্টিকর্তা, রিযিকদাতা ও মহান প্রতিপালককেই তাদের আইনদাতা ও বিধানদাতা এবং স্বার্বভৌমত্বের মালিক বলে স্বীকার করে নিয়ে তার দেয়া কুরআন সুন্নাহ অনুসারে দেশ ও সমাজ পরিচালিত করতো তবে এই ভূখন্ড হতো সারা বিশ্বের মাঝে অতুলনীয় এক দৃষ্টান্তমূলক শান্তিময় দুনিয়ার জান্নাত।
সহমত। বারাকাল্লাহু ফিক।
মন্তব্য করতে লগইন করুন