মহসমারোহে চলছে হরতাল-অবরোধ, গ্রেফতার-খুন-জ্বালাও-পোড়াও
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০০:০৮ রাত
দেশ ও জাতি আজ এক চরম ক্রান্তিলগ্নে এসে উপনীত হয়েছে। নতুন বছরের শুরু থেকে কপাল পোড়া শুরু হয়েছে অসহায় জনতার।
একদিকে সরকারী দল, অপরদিকে বিরোধীদল। ক্ষমতালোভী এই উভয় গোষ্ঠীর আক্রমণ-প্রতিআক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে অসহায় জনগণ। যেকোনো মূল্যে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার জন্য পুরো জাতিকে জিম্মি করে এবং গিনিপিগ বানিয়ে, দেশকে নরকে পরিণত করে আইয়্যামে জাহেলিয়্যাতের চরম নিন্দিত ১৪০০ বছর পূর্বের মদীনার আওস আর খাজরাযের হানাহানীর সেই ন্যক্কারজনক ঘটনাকেও হার মানাচ্ছে দু দল।
এখন প্রয়োজন একজন মুসআব বিন উমায়ের -যিনি উম্মাহকে মানব রচিত মতবাদের শেকল ভাঙা শেখাবেন। জাতিকে মানুষের শোষণ আর গোলামী থেকে মুক্ত করে আল্লাহর শাসনের অধীন নিরাপদ জীবনে ফিরিয়ে আনবেন। মূল সমস্যা গণতন্ত্রের ধ্বংসাত্মক, নিকৃষ্ট ও ভ্রান্ত আদর্শের প্রকৃত বাস্তবতা জাতির সামনে তুলে ধরবেন।
প্রয়োজন সাদ বিন মুয়াজের মতো সত্যান্বেষী যুবক -যারা ক্ষমতালোভী হায়েনাদের মসনদে থাকার ও যাবার পথের সিঁড়ি হওয়া থেকে এবং জালিমের রসনাবিলাসের জন্য জ্বালানী হওয়া থেকে আগামী প্রজন্মকে রক্ষা করবেন।
আয় আল্লাহ!
তুমি এই উম্মাহর সাহসী তরুণ, যুবক ও নতুন প্রজন্মকে হযরত ওমর রাযি. এর মতো হিদায়াত দাও। গণতন্ত্রের মড়কের পেছনে আর কোনো রক্ত, জীবন নয়; ইসলামের জন্য তুমি আমাদের কবূল করো। আমীন।
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে নামেই ডাকা হোক- জুলুম কখনো প্রত্যক্ষ প্রতিরোধ ছাড়া ক্ষান্ত হয়না-
কিন্তু-
স্রোত ও পানি যেমনই হোক, কচুরিপানা যেমন কখনো ডোবেনা- যতক্ষণ পচে না যায়...
সমাজেও কিছু মানুষ সামষ্টিক বিপদে কখনো পথে নামেনা- যতক্ষণ বিপদটা তার নিজের গায়ে এসে না পড়ে....
সুতরাং....
মন্তব্য করতে লগইন করুন