গুনাহের কাছে যাওয়ার গল্প!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৩ জানুয়ারি, ২০১৫, ০২:৩৪:৪১ দুপুর
কাছে আসার গল্প বলো। গুনাহের কাছে আসার। ইভটিজিং এর সুচনার। এসিড আক্রান্ত হওয়ার পূর্বের গল্প।
ইসরাইলী বহুজাতিক কোম্পানী ইউনিলিভার এর আহ্বানে সাড়া দিয়ে, ক্লোজআপ ব্র্যান্ড কিশোর-যুবকদের দাওয়াত দিচ্ছে রোমান্টিক মুহূর্তের নামে বিবাহ পূর্ব অবেধ সম্পর্কের গল্প বলার। বখাটে ট্যাগ ও লকব পাওয়ার আগের গল্প বলার।
যেনো তোমার গল্প শুনে চাকচিক্যময় এ মরিচিকার পথে, ধ্বংস ও ভ্রষ্ঠতার অন্ধ গলিতে এখনো যারা আসতে পারেনি, পা বাড়াতে সাহস করে নি; তারা উদ্বুদ্ধ হয়। জীবন নামের সুন্দর ও পবিত্র এ আমানতকে নরকের অতল তলে নিক্ষেপ করতে আর কেউ দ্বিধা না করে।
এর বিনিময়ে তারা কামিয়ে নিবে কোটি কোটি টাকার নগদ মুনাফা। তোমার কৈশোরের সারল্য আর উঠতি যৌবনের খোদাপ্রদত্ত নাদুস নুদুস বেশ-ভূষাকে খুব সামান্য গিফট দিয়েই কিনে নেবে সাদা চামড়ার বেনিয়ারা।
তোমার সরলতাকে মূল পূজি বানিয়ে লাখো যুব-তরুনের মাঝে তারা জাগিয়ে তুলবে তাদের ভেতরকার ঘুমন্ত পাশবিক চেতনা। সুরসুরি দিবে অবৈধ যৌনতার। বিভ্রান্ত ও বিপথগামী হবে যুব সমাজ। তুমি পাবে গুনাহে জারিয়ার অশেষ পাপ।
হে তরুণ!
এরপরও কি তুমি সাড়া দিবেনা?
জেগে উঠবে না?
তোমার সামনে দুটি পথই খোলা। হয়তো তুমি এই ইহুদী কোম্পানীটির মুনাফা লাভের গিনিপিগ হবে, হবে তাদের ব্যবহার উপযোগী টিস্যুপেপার।
অথবা চামড়া ব্যবসায়ী এসব হায়েনাদের এই ভূখন্ড হতে ঝেঁটিয়ে বিদায় করবে!
সিদ্ধান্ত নাও, কি করবে তুমি!
আজ, এখনই!
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আজ আমাদেরকেই এই ভুলের প্রায়াশ্চিত্য করতে হবে।
অন্ধের মত পাশ্চাত্যের সব কিছু অনুকরন প্রবনতা নিজেদের ধ্বংস করছে। এইভাবে তারা এই দেশের তরুন জিবন কে বানাচ্ছে চরিত্রহীন।
নৈতিকতা কে ধ্বংশ করার সুদূর প্রসারী পরিকল্পনায় এই সব আয়োজন!
সামান্য লাভের মোহে এই সব 'চির ক্ষতি'র কর্মকান্ডে অবুঝ আমরা জড়িয়ে যাচ্ছি দিন দিন!
সচেতন মুলক পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!
মন্তব্য করতে লগইন করুন