গুনাহের কাছে যাওয়ার গল্প!

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৩ জানুয়ারি, ২০১৫, ০২:৩৪:৪১ দুপুর



কাছে আসার গল্প বলো। গুনাহের কাছে আসার। ইভটিজিং এর সুচনার। এসিড আক্রান্ত হওয়ার পূর্বের গল্প।

ইসরাইলী বহুজাতিক কোম্পানী ইউনিলিভার এর আহ্বানে সাড়া দিয়ে, ক্লোজআপ ব্র্যান্ড কিশোর-যুবকদের দাওয়াত দিচ্ছে রোমান্টিক মুহূর্তের নামে বিবাহ পূর্ব অবেধ সম্পর্কের গল্প বলার। বখাটে ট্যাগ ও লকব পাওয়ার আগের গল্প বলার।

যেনো তোমার গল্প শুনে চাকচিক্যময় এ মরিচিকার পথে, ধ্বংস ও ভ্রষ্ঠতার অন্ধ গলিতে এখনো যারা আসতে পারেনি, পা বাড়াতে সাহস করে নি; তারা উদ্বুদ্ধ হয়। জীবন নামের সুন্দর ও পবিত্র এ আমানতকে নরকের অতল তলে নিক্ষেপ করতে আর কেউ দ্বিধা না করে।

এর বিনিময়ে তারা কামিয়ে নিবে কোটি কোটি টাকার নগদ মুনাফা। তোমার কৈশোরের সারল্য আর উঠতি যৌবনের খোদাপ্রদত্ত নাদুস নুদুস বেশ-ভূষাকে খুব সামান্য গিফট দিয়েই কিনে নেবে সাদা চামড়ার বেনিয়ারা।

তোমার সরলতাকে মূল পূজি বানিয়ে লাখো যুব-তরুনের মাঝে তারা জাগিয়ে তুলবে তাদের ভেতরকার ঘুমন্ত পাশবিক চেতনা। সুরসুরি দিবে অবৈধ যৌনতার। বিভ্রান্ত ও বিপথগামী হবে যুব সমাজ। তুমি পাবে গুনাহে জারিয়ার অশেষ পাপ।

হে তরুণ!

এরপরও কি তুমি সাড়া দিবেনা?

জেগে উঠবে না?

তোমার সামনে দুটি পথই খোলা। হয়তো তুমি এই ইহুদী কোম্পানীটির মুনাফা লাভের গিনিপিগ হবে, হবে তাদের ব্যবহার উপযোগী টিস্যুপেপার।

অথবা চামড়া ব্যবসায়ী এসব হায়েনাদের এই ভূখন্ড হতে ঝেঁটিয়ে বিদায় করবে!

সিদ্ধান্ত নাও, কি করবে তুমি!

আজ, এখনই!

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301416
২৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
244746
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck
301420
২৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩১
মোতাহারুল ইসলাম লিখেছেন : Excellent
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
244747
মাই নেম ইজ খান লিখেছেন : ধন্যবাদ।
301423
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৪
অনেক পথ বাকি লিখেছেন : দোষ তো আমাদের । আমরাই তো পথ ভুলে ওসব পথে পা বাড়িয়েছি।
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
244748
মাই নেম ইজ খান লিখেছেন : হুম।
তাই আজ আমাদেরকেই এই ভুলের প্রায়াশ্চিত্য করতে হবে।
301426
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরম শ্রদ্ধেয় সুহৃদ খান ভাইয়া। আপনার সময়োপযোগী গুরুত্বপূর্ণ লিখাটির জাজাকাল্লাহু খাইর।
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
244749
মাই নেম ইজ খান লিখেছেন : পড়া এবং মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
301430
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৭
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : ভালো লাগলো, জাঝাকাল্লাহ
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
244750
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck
301434
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
অন্ধের মত পাশ্চাত্যের সব কিছু অনুকরন প্রবনতা নিজেদের ধ্বংস করছে। এইভাবে তারা এই দেশের তরুন জিবন কে বানাচ্ছে চরিত্রহীন।
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
244751
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আমাদের উপলব্ধি দান করুন। আমীন।
301445
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৩
সালাম আজাদী লিখেছেন : আহা! মনের কষ্ট গুলো কি সুন্দর শব্দের বুননে চলে আসলো। জাযাকাল্লাহু খায়রান
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
244752
মাই নেম ইজ খান লিখেছেন : উৎসাহ ব্যাঞ্জক সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। Good Luck Good Luck
301453
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৬
শেখের পোলা লিখেছেন : প্রচেষ্টা সফল হোক৷ এ আহবানের জন্য আন্তরিক মুবারকবাদ রইল৷
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
244753
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ ইয়া শায়খ!
301489
২৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৩৭
কাহাফ লিখেছেন :
নৈতিকতা কে ধ্বংশ করার সুদূর প্রসারী পরিকল্পনায় এই সব আয়োজন!
সামান্য লাভের মোহে এই সব 'চির ক্ষতি'র কর্মকান্ডে অবুঝ আমরা জড়িয়ে যাচ্ছি দিন দিন!
সচেতন মুলক পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
244754
মাই নেম ইজ খান লিখেছেন : পড়া এবং মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File