আপনি কি পাবলিকেশন্স ব্যবসায় সম্পৃক্ত হতে চান?
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৭:০৭ রাত
স্বাধীনভাবে নতুন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাচ্ছেন এমন ব্যক্তিদের পাবলিকেশন্স ও বুক সেন্টার স্থাপন হতে পারে একটি সুন্দর উপায়। রুচি ও চিন্তার সাথে সামঞ্জস্যশীলতার বিষয়টি বিবেচনা করলে লেখক, সাহিত্যিক ও চিন্তাশীল কাজের সাথে যুক্ত যে কারো স্বাধীন চিন্তার ও কাজের একটি চমৎকার ক্ষেত্র হতে পারে প্রকাশনা বা পাবলিকেশন্স।
অন্য ব্যবসার মতো হঠাৎ অধিক মুনাফা আর একটু পরে হাওয়া এমন সুযোগ বা আশংকা এক্ষেত্রে নেই। মান সম্মত প্রকাশনার বর্তমানে খুবই অভাব এবং ভালো চাহিদাও বিদ্যমান। আর দিন দিন এটি বাড়ছে। এক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাদেরকে সর্বাধিক সুবিধা ও সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। পাবলিকেশন্স বিজনেসে সম্পৃক্ত হতে আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেন। এ ব্যাপারে যে কোনো পরামর্শ ও সহযোগিতা সব সময়ই পাবেন ইনশাআল্লাহ।
প্রকাশনার অঙ্গনে বিগত এক যুগেরও অধিক সময়ের বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমার ব্যক্তিগত খান প্রকাশনী আজ একটি উল্লেখযোগ্য স্থানে এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। এই স্বল্পদৈর্ঘ সময়ে নানাবিধ লাভ-লস এবং পোড়খাওয়া অভিজ্ঞতাও হয়েছে। ইতোমধ্যে আমার প্রতিষ্ঠান থেকে নতুন অনেক লেখকের বই প্রকাশ করা হয়েছে। সামনে শোরুম এর সংখ্যা বৃদ্ধি পেলে আরো অনেককে সুযোগ দেয়া যাবে ইনশাআল্লাহ।
পাবলিকেশন্স ব্যবসার জন্য আমাদের বিবেচনায় বছরের সবচেয়ে ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ। এই সময়ে দেশ জুড়ে বিভিন্ন বই মেলা, ইজতেমা, মাহফিল ইত্যাদির কারণে মানুষ বেশি পরিমাণে বই কিনেন।
শতাধিক গ্রন্থ প্রকাশের অভিজ্ঞতা এবং ভিন্ন ভিন্ন বিষয়ের উপর অর্ধশতাধিক মৌলিক ও অনবদ্য প্রকাশনায় সমৃদ্ধ আমার ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠান খান প্রকাশনী এর জন্য জেলা ভিত্তিক নতুন শো-রুম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।
নিজে ইনভেষ্ট করা এবং শো-রুমের মালিক পক্ষের একজন হিসেবে সময় প্রদান এর ভিত্তিতে মাসিক সময় দেয়ার জন্য বেতন বা পারিশ্রমিক এবং শো-রুমের সেল এর উপর লাভেরও একটি উল্লেখযোগ্য অংশ উদ্যোক্তাকে দেয়া হবে ইনশাআল্লাহ। আগ্রহীদেরকে নিচের মেইলে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
জাযাকুমুল্লাহ।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু চাকরী আর বিদেশ যাওয়ার প্রবণতা বাদ দিয়ে একটু চেষ্টা করলে দেশেই কিছু করা সম্ভব।
আজকাল মানুষ অবলিলায় ৫-১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করে সামান্য বেতনের অথবা প্রাণের ঝুকি নিয়ে বিদেশ যায়, অথচ সেই অর্থে সে চাইলে দেশেই ক্ষুদ্র বা মাঝারী ব্যবসা করে মোটামুটি চলতে পারতো।
আল্লাহ সকলকে হালাল রিযক ও উপার্জন করার তাওফীক দিন। আমীন।
আল্লাহ আপনাদের দু'আ কবূল করুন। আমীন।
সিডি এবং সফটওয়্যার ও যুক্ত করতে হবে।
সুন্দর একটি আয়োজন!
ইনশা আল্লাহ যোগাযোগের ইচ্ছা রইল!
আন্তরিক ধন্যবাদসহ
মন্তব্য করতে লগইন করুন