আসলো শীতের দিন, শুরু হলো বিবাহ... (দুই ব্লগারের শুভবিবাহ)
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২২ নভেম্বর, ২০১৪, ০৪:১২:৩৫ বিকাল
গতকালকের মোবারক বিবাহ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মুহূর্তে বর ব্লগার ও অনলাইন এক্টিভিষ্ট মাহমুদ আরিফ। মসজিদে অনুষ্ঠিত হলো শুভ বিবাহ। অতঃপর কমিউনিটি সেন্টারে রাতের খাবারের আয়োজন।
প্রিয়নবী সা. যুবক-যুবতীতের মধ্যে বিবাহ দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। যে সমাজে বিবাহ কঠিন হয় সেখানে গুনাহ সহজ হয়ে যায়। আর যদি বিবাহ সহজ হয় তাহলে গুনাহ কঠিন হয়ে যায়। তাই আমাদের সবার উচিত বিবাহকে সহজ করে দেয়া।
আর অভিভাবক ও বিবাহিতদের উচিত অবিবাহিতদেরকে সহযোগিতা করা।
মাহমুদ আরিফ এবং ইশরাত জাহান রুবাইয়া। মহান আল্লাহ তোমাদের পারিবারিক জীবনকে সর্বাঙ্গীন সুখময় ও আনন্দময় করুন। দীনের জন্য তোমরা একে অপরের প্রতিবন্ধক নয় সহযোগী হও। আল্লাহ তোমাদের কবূল করুন। দুনিয়া ও আখেরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন। আমীন
(যারা এখনও বিয়ে করেন নি, কিন্তু করতে আগ্রহী তারা ইচ্ছা করলে বায়োডাটা মেইল করতে পারেন দেখা যাক হয়তো হয়েও যেতে পারে!)
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দাওয়াত রইবে কিন্তু মামা।
আরিফ ভাইকে হাতুড়ি মার্কা অভিনন্দন
রুবাইয়াপুর জন্যও দোয়া রইলো।
মহৎ কাজ খুব শুকরিয়া ।
বিয়ের দাওয়ত, সকল ব্লগারদের জন্য
ভাইয়া, আমার বিয়েতে অবশ্যই আসবেন কিন্তু
চট্টগ্রামে এজেন্সি আমার চাই!!!!!!
তাই ফেলতে কি পারি আমি!>- >-
আসুন আমরা সূর ধরি-
বিবাহিত সবাই ভাই ভাই<:-P <:-P >- >-
অবিবাহিতদের রক্ষা নাই!) ) (বিয়ের হাত থেকে)
রুবাইয়া আপু এবং আরিফ ভাইয়ার বিয়েতে আপনাকে মিষ্টির দাওয়াত
তবে পাত্র সংখ্যা আমার কাছে অনেক হলেও পাত্রী'দের বা তাদের অভিভাবকদের তেমন সাড়া নেই। এক্ষেত্রে আপনার সহযোগিতা অনেক ব্লগারের জীবনে হাসি ফোটাতে পারে
মন্তব্য করতে লগইন করুন