হে বোকা, গাধা পন্ডিত হকিং!

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০১:০৬ সকাল



আল্লাহ আছেন কি না তা তোমার মতো বেকুবের কাছ থেকে শোনার দরকার নেই।

আল্লাহর পরিচয়হীন বিশ্বের কাছে 'নেই বনে শেয়াল রাজার মতো' তুমি মহা পন্ডিত হলেও আসলে যে তুমি তোমার নিজেকেই চেনো না তা আবারও জানিয়ে লোক হাসালে। পারলে নিজেদের বিজ্ঞানের এতো বড়াই বাদ দিয়ে নিজে একটু সোজা হয়ে হাঁটো তো বাপু?

দুনিয়াতে এতো এতো সহযোগি আর জগতের সব সম্পদ ও উপকরণ দিয়েও নিজের হাত দু'টো একটু সোজা করে উঁচু করতে পারলে না, পরকালে যে তোমার কপালে কি আছে তা এ থেকেই বুঝে নাও!

তোমার মতো অজ্ঞ পন্ডিত আর শিক্ষিত শয়তানদের যিনি এভাবে বেঁধে অক্ষম করে রেখেছেন তাকে তুমি ও তোমার গবেট অনুসারীরা না চিনলেও সেই মহান স্রষ্টা, বিশ্ব প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামীনকে আমরা চিনেছি অনেক আগেই আলহামদুলিল্লাহ।

(প্রেক্ষিত: বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং আবারও বলেছেন, ঈশ্বর বলে কিছু নেই। নিজেকে ‘নাস্তিক’ বলেও উল্লেখ করেছেন তিনি।)

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269071
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা তার বিশ্বাস। তিনি তা জ্ঞানে তা মনে করতেই পারেন। সমস্যা হচ্ছে যখন কিছু লোক যেহেতু তিনি বলছেন তাই আল্লাহর অনস্তিত্ব সবাইকে মানতে হবে বলে জোড় করে।
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
212881
মাই নেম ইজ খান লিখেছেন : একেবারে আসল বিষয়টি ধরেছেন।

আন্তরিক ধন্যবাদ।
269074
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৭
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : এই লোকের সে শক্তি থাকলে হয়ত আরো বেশী গাঁজাখুরি কথা বলতো......। তাই আল্লাহ এই ব্যাবস্থা করেছেন।
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
212884
মাই নেম ইজ খান লিখেছেন : হয়তো।

হেদায়াত কপালে না থাকলে আর কি করবে বেচারা!
269075
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
212886
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck ~:> ~:>
269081
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৫
দ্য স্লেভ লিখেছেন : মানুষের সীমাবদ্দতা আছে। সে চিন্তা করতে করতে বিগব্যাং পর্যন্ত গেছে,এর পেছনে যাওয়া আর সম্ভব হয়নি
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
212885
মাই নেম ইজ খান লিখেছেন : আজরাইল ও আযাবের ফেরেশতার বাড়ি না খাওয়া পর্যন্ত এদের জ্ঞান খুলবে না!
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
213309
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
269087
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : নিজেদের জ্ঞানে নিজেরা না দাঁড়িয়ে, তার মত মানসিক পঙ্গু এক ব্যক্তির নিকট থেকে জ্ঞান হাওলাত করে কথা বলতে গেলে গোলমাল তো লাগবেই।

তিনি জানতেন না যে, তার কিছু কথা কোরআনের উদৃতিকে সঠিক বলতে সহায়ক হয়ে যাবে। অতঃপর যখন ঘটনা জানলেন তথন বংশগত অভ্যাসে বেঁকে বসলেন, যে তিনি আগে ভুল বলেছেন!

এখন জগত বাসী চিন্তা করেই চলছেন, অনর্থক এক বুদ্ধি প্রতিবন্ধী মানুষের কথা ধরে নিজেরাই হাস্যপদ হলাম। তার গুরুত্ব সে নিজেই হারিয়েছেন, কেননা তার পুরো জীবনের সাধনা শেস জীবনের এক কথাতেই শেষ। অনেক ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
212882
মাই নেম ইজ খান লিখেছেন : চমৎকার মন্তব্য।

আন্তরিক ধন্যবাদ।
269090
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪০
213125
মাই নেম ইজ খান লিখেছেন : আসলেই চিন্তার বিষয়!
269107
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
ইনতেহাব হোসাইন জাওয়াদ লিখেছেন : ভাল লাগলো। সুন্দর লিখেছেন...
269122
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
নোমান২৯ লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : মানুষের সীমাবদ্দতা আছে। সে চিন্তা করতে করতে বিগব্যাং পর্যন্ত গেছে,এর পেছনে যাওয়া আর সম্ভব হয়নি| ধন্যবাদ |
269135
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
তারাচাঁদ লিখেছেন : ধরুন, একজন মানুষ ডাক্তারের কাছে গিয়ে বলল, আমার বুকের মধ্যে কোন সমস্যা আছে কি না, দেখে দিন তো !
যিনি সত্যিকার অর্থে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি খুব ভাল করে পরীক্ষা করবেন । সমস্যা নে-পেলে লিখে দেবেন, "No abnormality detected", কোন সমস্যা নির্ণয় করা যায় নি "। তিনি কখনই লিখবেন না, "আপনার কোন সমস্যা নেই ।"
ঠিক তেমনি, একজন বিজ্ঞানীকে যদি বলা হয়, গবেষণা করে দেখুন তো, আল্লাহ বলে কেউ আছে কি না ?
তিনি যদি সত্যিই গবেষক এবং বিজ্ঞানী হয়ে থাকেন, এবং তিনি তার গবেষণার মাধ্যমে আল্লাহকে খুঁজে না-পান তাহলে তিনি বলবেন,
আল্লাহ আছেন কি না, তা আমি নির্ণয় করতে পারিনি । তিনি কখনোই বলবেন না, আল্লাহর অস্তিত্ত্ব নেই ।
একজন জ্ঞানী তার সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত । আল্লাহকে দেখার মত কোন ইন্দ্রীয় বা যন্ত্র এখনও আবিষ্কার হয়নি । তাই বলে আল্লাহকে অস্বীকার করতে হবে ?

২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
212883
মাই নেম ইজ খান লিখেছেন : অসাধারণ সুন্দর কথা বলেছেন।

আসলে আমার মনে হচ্ছে অর্ধ্ব মৃত, অক্ষম এই ব্যক্তিকে ব্যবহার করছে কিছু কুলাঙ্গার নাস্তিক।
আল্লাহু আ'লাম।
১০
269155
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় খান ভাইয়া। অতীব গুরুত্বপূর্ণ এই লিখাটি পড়ে মনে হল আবু জেহেলের কথা যাকে লোকে আবুল হাকাম (বিদ্যা সাগর) বলে ডাকতো। কিন্তু তার এই জ্ঞান ও প্রখর বিচক্ষণতা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তাওহীদকে অস্বীকৃতির কারণে। কিয়ামত পর্যন্ত এই লোকটি আবু জেহেল বা মূর্খের আঁধার হিসাবে অভিশপ্তময় একটি নাম হিসাবে মানুষের ঘৃণা কুড়াবে। এই বেকুব বিজ্ঞানীর অবস্থাও তথৈবচ। আল্লাহ্‌ পাক তাকে হেদায়ত নসীব করুণ।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৭
213121
মাই নেম ইজ খান লিখেছেন : এই বেচারার জন্য আমার আসলেই মায়া হচ্ছে।

সারা জীবন এভাবে কষ্ট করে পরকালেও যদি তার নাস্তিকতার জন্য জাহান্নামই আবাস হয় তাহলে তো সত্যিই 'খাসিরাদ দুনইয়া ওয়াল আখিরাহ' বা আম-ছালা সবই হারালো!

আল্লাহ তাকে ও তাঁর গবেট মুরীদদেরকে হেদায়াত দিন। আমীন।
১১
269247
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২১
আনিসুর রহমান লিখেছেন : Stephen said," there is no God at all". This is his believe only and he never ever claim that there are no God, he can prove it scientifically.
We Muslim also said, There are no God but Allah() and this is our believe.
১২
269268
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২১
শেখের পোলা লিখেছেন : প্রমান নিয়ে নাকের ডগায়,
বুদ্ধিমানে হাঁতড়ে বেড়ায়৷
১৩
272762
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১৭
ওরিয়ন ১ লিখেছেন : এরা আবু জেহেল। মূ্র্খের পিতা। ওগো কথা আর কি কমু!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File