মুখে আাঁকা জীবন-কর্মের মানচিত্র!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩০:২২ দুপুর
মানুষের দেহটা যদি একটি সিপিও হয় তবে তার কমান্ড সেন্টার হচ্ছে ব্রেণ আর মনিটর হচ্ছে তার চেহারা।
একজন মানুষের চেহারার মাঝে তার স্বভাব, ভালো-মন্দ, আচার আচরণের সব কিছুই ফুটে উঠে। বিচক্ষণ ব্যক্তিরা একজন মানুষের চেহারা দেখে অনেকে শুধু চোখ দেখেই বলে দিতে পারেন সেই ব্যক্তির অনেক কিছু।
চেহারার রঙ কালো হোক বা সাদা। সেটা উদ্দেশ্য নয়। বরং চেহারার একটি বিশেষ ্ওজ্জ্বল্য আর অন্ধকার দিকটিই বলে দেয় লোকটি কেমন!
আর এই নূর ও অন্ধকার আসে মূলত: মহান আল্লাহর আনুগত্য ও অবাদ্ধ্যতার মাধ্যমে। একজন মানুষ মহান আল্লাহ আনুগত্য থেকে যতো দূরে সরে যায়, তার চেহারা থেকেও মহান আল্লাহর রহমতের নূর ততো কমে যায়। তখন গায়ের চামড়া খুব ফর্সা হলেও আসলে দেখতে তাকে খুব খারাপ লাগে।
পক্ষান্তরে একজন মানুষ আল্লাহর আনুগত্য যতো বেশি করে তার গুনাহ হতো কমে যায়। ফলে তার চেহারায় বিরাজ করে এক ঐশী আলোর প্রভা ও উজ্জ্বলতা। সে কালো বর্ণের হলেও তার চেহারার বিশেষ দূতিই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন