নিরপরাধ মুসলিমের রক্তপাত ক্ষমার অযোগ্য সবচেয়ে বড় গুনাহ
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ৩০ আগস্ট, ২০১৪, ১০:০০:২৮ সকাল
নিজ বাসায় নিমর্ম হত্যাকান্ডের শিকার হয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী। গত বুধবার চ্যানেল আইয়ের জনপ্রিয় ইসলামী অনুষ্ঠান ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’-র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করে অজ্ঞাত কিছু আততায়ী। এই ঘটনা গতকাল-আজ এবং আগামী আরো অনেক দিন মিডিয়াতে ব্যাপক আলোচনা-পর্যালোচনা চালু রাখবে বলেই মনে হচ্ছে।
যে কোনো অন্যায় হত্যাকান্ড, রক্তপাত এমনিতেই নিন্দনীয়। একজন নিরপরাধ মুসলিমকে হত্যার চাইতে ভয়াবহ, মারাত্মক আর বড় গুনাহের আর কিছু হতে পারে না। আর যদি নিহত ব্যক্তি হন আলেম তাহলে তো বিষয়টির ভয়াবহতার মাত্রা আরো বহু গুন বেড়ে যায়। একজন আলেমকে অন্যায়ভাবে ক্ষতি করা, আহত করা কিংবা হত্যা করার গুনাহ ও অপরাধের কারণে একটি জাতির উপরও আল্লাহর আযাব নেমে আসতে পারে। এ সম্পর্কে কুরআনের সুস্পষ্ট বক্তব্য-
أَنَّهُ مَن قَتَلَ نَفْساً بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِى الاَْرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعاً وَمَنْ أَحْيَـٰهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعاً
অর্থ: “যে ব্যক্তি মানুষ হত্যার অপরাধ বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের হেতু ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সমস্ত মানুষকেই হত্যা করলো। আর যে কাউকে রক্ষা করলো সে যেন সারা বিশ্ববাসীকে রক্ষা করলো।” (সূরা, মায়েদা : আয়াত ৩৬)
মাওলানা নূরুল ইসলাম ফারুকী সাহেব সম্পর্কে পক্ষে বিপক্ষে বিভিন্ন বক্তব্য আছে। তার যেমন বেশ কিছু ভালো কাজ ও মিডিয়াতে বাম ঘরানার বিপক্ষে ও ইসলামের পক্ষে কিছু প্রশংসার যোগ্য কাজ আছে তেমনি, কিছু ছোট-খাটো বিদআত বা ভুল-ত্রুটিও আছে। কিন্তু তাই বলে এমন হত্যাকান্ড কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।
হত্যাকান্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। ডাকাতি, পারিবারিক, সম্পদ, চিন্তা ও মতাদর্শগত বিরোধসহ বিভিন্ন কারণ আলোচনায় আসছে। আসল কারণ একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা চাই সুষ্ঠু তদন্তে প্রকৃত দোষী বের হোক এবং তাদের উপযুক্ত বিচার হোক। কোনো রাজনৈতিক খেলায় ও স্বার্থ উদ্ধারে এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত যেনো না হয় সেই কামনাই করছি।
এই কাজ যে বা যারাই করে থাকুক না কেন, তারা এর মাধ্যমে খুব বড় ধরণের জাতীয় বিপর্যয়ের একটি দ্বার উন্মুক্ত করলো বলেই আমি মনে করি। এদেশে এভাবে একজন আলেম হত্যার বিষয়টি অবশ্যই একটি দীর্ঘমেয়াদি ক্ষত হয়ে থাকবে। আল্লাহ মরহুমের গুনাহ মাফ করে দিন। তাকে জান্নাত দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবারকে সবর এর তাওফীক দিন, আমীন।
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই যদি হয় এবং যিনি খুন হয়েছেন তিনি যদি কুফরী আকীদা সম্পন্নও হন,তবুও এটা ঠিক হয়নি।অকারনে রক্তপাত ইসলামে নিষিদ্ধ।আর ঘটনার শিকার আলেম তখন এটা পরিষ্কার বিপক্ষ শক্তি অন্তত আলেমের চাইতে নিচু মন-মানসিকতার।
সে হিসাবে আলেমের হয়ে এদের নিন্দায় শাস্তির দাবীসহ সকল ব্যবস্থা নেয়া মুমিনের ঈমানী দায়িত্বের আওতাভুক্ত।
কি এমন আন্দোলন করতে যাচ্ছিল বি এন পি? আর একজনের হত্যাকান্ডের দ্বারা সেটা থেমেও গেলো কি ভাবে?
ভোটারবিহীন নির্বাচনের আগ থেকেই কেবল হুমকি ধামকি দেয়া ছাড়া আজ পর্যন্ত এই দলটি কি-ই বা করতে পেরেছে?
দুঃখিত, আপনার মন্তব্যের ভিতরে অযাচিতভাবে ঢুকে পড়ার জন্য।
বিএনপির আন্দোলনের আশায় এখনও বসে আছেন?
সে হিসাবে আলেমের হয়ে এদের নিন্দায় শাস্তির দাবীসহ সকল ব্যবস্থা নেয়া মুমিনের ঈমানী দায়িত্বের আওতাভুক্ত।
যে দুটি সম্ভাবনা বেশিঃ
১। ইস্যূ সৃষ্টি করে বিরোধী আন্দোলনকে ধামাচাপা দেওয়া।
২। আর্থিক লেনদেন সংক্রান্ত বা ডাকাতি।
(কি বুঝলেন?!?)
০১৭৮১৯০৩১২৮ নাম্বারটা দিয়েছিল কিন্তু নাম্বারটা বন্ধ।
এখন আবার ট্রাই করেন।
মন্তব্য করতে লগইন করুন