অহেতুক বিতর্কে বেহুদা সময় নষ্টের চমৎকার স্থান যখন ব্লগ ও ফেসবুক!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৫ আগস্ট, ২০১৪, ১২:৫০:০৫ রাত
ফেসবুকে গত অনেক দিন যাবত মাযহাব, জাকির নায়েক ও আহলে হাদীস নিয়ে পক্ষে বিপক্ষে বিশাল গবেষণা, পর্যালোচনা চলছে। এক গ্রুপ পক্ষে তো অপর গ্রুপ বিপক্ষে। নিজেদের মূল্যবান সময় নষ্ট করে উম্মাহকে অহেতুক কিছু ফালতু বিতর্কে নিমজ্জিত রাখার জন্য শয়তানের 'নেক সূরতে ধোঁকার' এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ আর কিছু হতে পারে বলে আমার জানা নেই। এগুলো এমন বিতর্ক যে বিষয়ে দ্বিমত ও ভিন্নমত অতীতেও ছিলো ভবিষ্যতেও থাকবে। এগুলো নিয়ে এভাবে আরো শত বছর যাবত হাউ কাউ করলেও কোনো সমাধান হবে না নিজেদের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া।
নিজের মত প্রমাণের জন্য উভয় পক্ষই সুস্পষ্ট বিভিন্ন মিথ্যাচার, জোচ্চুরি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। নিজেদেরকেই একমাত্র হক সাবেত করার জন্য তারা যেন ফেসবুকে শহীদ হয়ে যাচ্ছে। অথচ তারা এমন সব বিষয় নিয়ে অহেতুক নিজেদের ও অন্যদের সময় নষ্ট করছে যে গুলোর সাথে ইসলামের মূলগত বিষয়ের এবং বিশেষত: বর্তমান বিশ্ব মুসলিমের দূরাবস্থার কোনো সম্পর্ক নেই। এই বিতর্ক করে কেউ কেউ সেলিব্রেটি হচ্ছেন। তাদের পেছনে বিশাল মুরীদানের সিরিয়াল পড়ছে আর তারা আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন যে ইসলামের বিশাল খিদমত করে ফেলেছেন। মাঝে মাঝে এগুলো দেখে, এই সকল তার্কিক ও বিতার্কিকদের ভাষা ও শব্দপ্রয়োগ দেখে এতো দু:খ লাগে যা বলার অপেক্ষা রাখে না। স্মরণ হয় অতীতের সেই ঘটনা। বাগদাদ যখন হালাকু খানের ধ্বংস হচ্ছিলো তখন শহরের অপর প্রান্তে এমন কিছু মুনাজির আর বিতার্কিকের তর্কও অব্যাহত ছিলো। এদের জন্যই সম্ভবত: কাজী নজরুল ইসলাম বলেছিলেন, 'পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা রয়েছি...
যখন সারা বিশ্বজুড়ে মুসলিমদের রক্তাক্ত লাশ ওঠানোর মতো কেউ নেই, কাফিরদের সর্বগ্রাসী আক্রমণে মাসুম বাচ্চাদের হাহাকারে আকাশ-বাতাস ভারী হয়ে যাচ্ছে, এমন সময় উম্মাহকে রক্ষায় জিহাদ ও শাহাদাতের ময়দানে যখন সবচাইতে বেশি মেহনত করা দরকার তখন সেই সকল বিষয় হতে শত মাইল দূরে সরে উম্মাহর দৃষ্টি কিছু ফালতু বিষয়ে আটকে দিতে আমাদের কিছু ভাইকে খুব ব্যতিব্যস্ত দেখা যায়।
যতদিন পর্যন্ত না মুসলিমদের খিলাফাহ সুসংহত হচ্ছে, মুসলিমরা একজন খলীফার অধীনে আবারও মাথা তুলে দাঁড়াতে পারছে এবং নিজেদের আহতদের রক্তাক্ত ক্ষতের প্রশমন হচ্ছে ততদিন পর্যন্ত এসকল অহেতুক, অপ্রয়োজনীয়, ক্ষুদ্রতম বিষয় নিয়ে অহেতুক বিবাদ ও বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য আমার সকল ফ্রেন্ড ও দীনী ভাই-বোনদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরও কেউ এগুলো অব্যাহত রাখলে সবাই তাদের বয়কট করুন। যারা বর্তমান বিশ্ব মুসিলমদের ঐক্যহীনতা আর দূরাবস্থার এই সময়ে মুসলিমদেরকে আরো বিভক্ত ও বিচ্ছিন্ন করার এমন ফালতু বিতর্কের চেষ্টা করবে সবাই তাদের আনফ্রেন্ড ও ব্লক করে দিন। এমন সকল পেজ থেকে লাইক উড্ড করে নিন।
আল্লাহ তাদের ও আমাদের সকলকে হিদায়াত দিন। যেনো আমরা সবাই উম্মাহর অনৈক্য আর না বাড়িয়ে সামান্য ক্ষুদ্রতম বিষয় গুলো পরিহার করে উম্মাহকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখতে পারি সেই তাওফীকি দিন, আমীন।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহা নবীর সময়েও এই সব মুনাফেক ছিল। আজও
আছে। দারুন পোষ্ট। চালিয়ে যান।
মন্তব্য করতে লগইন করুন