অনলাইন বা অফলাইনে অপরের সাথে সদাচরণ
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১০ আগস্ট, ২০১৪, ০৯:৪৯:৫৩ সকাল
এক ব্যক্তি জনৈক শীর্ষ আলেমকে (সম্ভবত: ইমাম আবূ হানিফা রহ.) খুবই অশ্লীল ও নীচু ভাষায় গালি দিচ্ছিলো। তার গালি দেয়া শেষ হলে ঐ আলেম সেই ব্যক্তিকে ডেকে বললেন, দেখো তুমি আমাকে যা বললে তার ব্যাপারে আমার বক্তব্য হলো- “আমি জানিনা কিয়ামতের দিন মহান আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কি ফায়সালা করা হবে। সেদিন যদি মহান আল্লাহ আমাকে আমার গুনাহের কারণে জাহান্নামী বলে সাব্যস্ত করেন তাহলে তুমি আজ আমাকে যা বলছো আমি তো তার চাইতেও অধম ও নিকৃষ্ট। আর সেদিন যদি আমার রব ও প্রতিপালক দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহ গুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাতে যাবার অনুমতি দেন তবে যেনে রাখো তুমি আমাকে যা বললে আমি তার উপযুক্ত নই এবং তোমার এই বেহুদা কথায় প্রতিক্রিয়া দেখানোর মতো অহেতুক কাজে সময় নষ্ট করারও টাইম নাই আমার কাছে।”
ইদানিং ফেসবুকে ও বিভিন্ন ব্লগে আমরা অল্পতেই একে অপরের বিরুদ্ধে কটু বাক্য ব্যবহার করি, কেউ কেউ আবার গালি-গালাজ না করলে মনে তৃপ্তি পান না। যারা এমনটি করেন উপরের ঘটনা তাদের জন্য একটি শিক্ষণীয় হতে পারে।
আপনি আমি যাকে আক্রমণ করছি আমরা জানিনা কিয়ামতের দিন তার ব্যাপারে মহান আল্লাহ কি ফায়সালা করবেন এবং আমাদের ব্যাপারেই বা কি শাস্তি না পুরস্কার ঘোষিত হবে। সেদিন যদি মহান আল্লাহর বিচারে আপনার আমার আক্রমণের লক্ষ্য বস্তু সেই ব্যক্তি মুক্তি পেয়ে যান আর আমি আপনি আটকে যাই তখন কি হবে?
মনে করুন বিমান বন্দরে ওয়েটিং রুমে অনেক যাত্রী পাসপোর্ট+ভিসা নিয়ে বসে আছেন আমেরিকা যাবেন। এদের মধ্যে একজন খুবই সাধারণ পোষাক, অবয়বের। যাকে অন্য কয়েকজন জেন্টলম্যান আর লম্বা কোর্তার লোকেরা হেয় চোখে দেখছে, কখনো বা তির্যক মন্তব্য করছে।
কিন্তু কিছুক্ষণ পরে চেকিংয়ের ক্ষেত্রে দেখা গেলো বিমান বন্দরের কর্মকর্তারা জেন্টলম্যান ও লম্বা কোর্তা ওয়ালা কয়েকজনকে আটকে দিলো তাদের ভিসা ও পাসপোর্টে কোনো জালিয়াতি পেয়ে। আর সেই সাধারণ লোকটি তার পাসপোর্ট ও ভিসা সঠিক বলে স্বসম্মানে বিমানে উঠার বোর্ডিং কার্ড ও অনুমতি পেয়ে গেলো। এমতাবস্থায় কার প্রতিক্রিয়া কেমন হবে?
আয় রব্বে কায়েনাত! শেষ বিচারের মালিক!
দুনিয়াতে যেমনই রাখো না কেন, কিয়ামতের ময়দানে ও বিচারের আদালতে আমাদের ক্ষমা করে দিয়ো। নিজ অনুগ্রহে জাহান্নাম হতে মুক্তি ও তোমার ভালোবাসা দিয়ে জান্নাত প্রাপ্তি থেকে বঞ্চিত করো না।
আল্লাহ আমাদের বোঝার ও নিজ নিজ আচরণ সুসংহত করার তাওফীক দিন।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন?
নিজে গিয়েই একবার দেখে আসুন না http://lighthouse24.org
আপনি লিখেছেন, "(সম্ভবত: ইমাম আবূ হানিফা রহ.)"
আপনি নিজেই সন্দেহে আছেন। আমার মতে, সম্মাানিত ইমাম সাহেবের নাম মেনশন না দিয়ে-ই লেখাটি খুব সুন্দর হতো।
মন্তব্য করতে লগইন করুন