লাইক একটি মতামত : সুতরাং লাইক দেয়ার আগে ও পরে আরেকবার ভেবে দেখবেন কি?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১০ আগস্ট, ২০১৪, ০১:১৩:৪৩ রাত



বর্তমান আধূনিক প্রযুক্তির যুগে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত কিন্তু তিনি কম্পিউটার সম্পর্কে ধারণা রাখেন না এমন মানুষ আজ খুবই কম। আর সাবালক ও নূন্যতম বুদ্ধি সম্পন্ন যে কোনো আধূনিক মানুষ ইন্টারনেট ও এর কার্যকারিতা সম্পর্কে একেবারেই অবহিত নন -এমন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

প্রযুক্তির উৎকর্ষতা এবং মোবাইল সহজলভ্য হওয়ার ফলে এখন কোটি কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। অনেক দিন আগের একটি জরিপ অনুসারে বাংলাদেশে প্রায় ৪ কোটি মোবাইল ব্যবহারকারী সম্পর্কে তথ্য এসেছিলো। আজকের পরিসংখ্যান কত তা জানা নেই। তবে এটা যে চক্রবৃদ্ধিহারের চাইতেও দ্রুতবেগে বেড়ে চলেছে তা বলাই বাহুল্য।

এই বিশাল সংখ্যক মোবাইল ব্যবহারকারীর অন্তত: ৩০-৪০% এমন পাওয়া যাবে যারা মোবাইলে কেবল ফোন করা ও কল রিসিভ করাই নয় বরং এর পাশাপাশি গান শোনা, ভিডিও দেখা, ছবি তোলা ও ইন্টারনেট ব্রাউজিং এর জন্যও মোবাইল ব্যবহার করেন। বিশেষত: বর্তমানে ২ থেকে ৩ হাজার টাকা দামের মোবাইলেও যখন এসকল সুবিধা সীমিত ও ক্ষেত্র বিশেষে উন্মুক্তভাবে পাওয়া যায় তখন এই সুযোগ আর কে হাতছাড়া করতে চায়।

যাই হোক যা বলছিলাম। অনেকেই আজ ডেস্কটপ, ল্যপটপ, ট্যাবলেট বা আইপ্যাডের পাশপাশি মোবাইলের মাধ্যমেও ফেসবুক ইউজ করেন। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যতো, তাদের দৈনন্দিন লাইক, পোষ্ট, শেয়ার এর পরিমাণও ততোধিক। অনেকেই জেনে বা না জেনে যে কোনো লেখা, ছবি বা ভিডিও ইত্যাদিতে লাইক দেন। এই লাইক নিয়ে ব্যবসাও করছে অনেকে। কেউ কেউ বিভিন্ন পেজে লাইক দেন। লাইক অর্থ জেনে বা না জেনে।

আমার ক্ষুদ্র জ্ঞান বলে, লাইক হচ্ছে একটি মতামত ও অভিমত। একজন ব্যক্তির তার রুচি, চিন্তা, বিশ্বাস কর্মকান্ডের স্বরূপ তুলে ধরে। একজন ব্যক্তি একটি বিষয়ে লাইক দেয়ার অর্থ হচ্ছে তাকে সমর্থন, পছন্দ ও উৎসাহ দেয়া। এটি ভালো হলে তো খুবই ভালো। ভালো কাজে সমর্থন দান, উৎসাহ দেয়া ও সহযোগিতা করা বা সামান্য একটি লাইক দেয়া তো খুবই উত্তম কাজ। কিন্তু আমাদের অনেকেই যে বিষয়টি না বুঝে মন্দ, অশ্লীল, ক্ষতিকর, বিভ্রান্তিকর বিষয়েও নিজের এই লাইক তথা সমর্থন ব্যক্ত করে ফেলেন নিজের অজান্তেই।

সুতরাং আপনি কাকে সমর্থন করছেন, কাকে পছন্দ করছেন ও উৎসাহ দিচ্ছেন একটু ভেবে দেখবেন কি?

লাইক দেয়ার আগে আরেকবার ভেবে নিন। একজন বিশ্বাসী বা মুমিন হিসেবে আপনার সকল কাজের হিসাব একদিন দিতে হবে। এই বিবেচনায় আপনি দুনিয়াতে অনলাইনে বা অফলাইনে কাকে সমর্থন, পছন্দ, সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন তাও কিন্তু একাউন্টিং ও হিসাবের খাতায় চলে আসবে।

সুতরাং অনলাইনে বা অফলাইনে ভালো কাজে লাইক দিন,

মন্দ কাজের বিরোধীতা করুন। অথবা তাকে ইগনোর করুন।

আল্লাহ আমাদের সকলকে দুনিয়াবী সকল উপকরণ ব্যবহারের ক্ষেত্রে বিবেচনাবোধকে কাজে লাগাবার তাওফীক দিন। আমীন।

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252747
১০ আগস্ট ২০১৪ রাত ০১:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যতাযত বলেছেন ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৪ রাত ০১:২৭
196898
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।

আল্লাহ আমাদের বোঝার এবং সঠিকভাবে মতামত ব্যক্ত করার তাওফীক দিন। আমীন।
252748
১০ আগস্ট ২০১৪ রাত ০১:২৬
বুড়া মিয়া লিখেছেন : হুম।

খান সাহেব কি এ্যাকাউন্টিং এর ছাত্র আছেন/ছিলেন?
১০ আগস্ট ২০১৪ রাত ০১:৪৬
196901
মাই নেম ইজ খান লিখেছেন : একাউন্টিং কারে কয় ভাই? ;Winking ;Winking

তা মানে... হঠাৎ এতো কঠিন প্রশ্ন করলেন যে জনাব, বুঝলাম না:Thinking :Thinking
১০ আগস্ট ২০১৪ রাত ০১:৪৯
196902
বুড়া মিয়া লিখেছেন :
লাইক দেয়ার আগে আরেকবার ভেবে নিন। একজন বিশ্বাসী বা মুমিন হিসেবে আপনার সকল কাজের হিসাব একদিন দিতে হবে। এই বিবেচনায় আপনি দুনিয়াতে অনলাইনে বা অফলাইনে কাকে সমর্থন, পছন্দ, সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন তাও কিন্তু একাউন্টিং ও হিসাবের খাতায় চলে আসবে।


এই জন্যে জিজ্ঞাসা করছিলাম।
১০ আগস্ট ২০১৪ রাত ০২:০১
196903
মাই নেম ইজ খান লিখেছেন : সেইটা আমিও বুজেছিলাম বটে!

আসলে আমি আগা-গোড়াই কাটমোল্লা মানে কওমী মাদ্রাসার সাধারণ একজন শিক্ষার্থী ও শিক্ষক এই আর কি।
তবে জীবনের প্রয়োজনে যোগ-বিয়োগ কিছু শেখা হয়েছে বটে!
বিশেষত: হিউম্যান রিয়েলিটির উপর স্বশিক্ষিত ডক্টরেটও হয়েছে মোটামুটিWinking) Winking)
252754
১০ আগস্ট ২০১৪ রাত ০২:২৬
সুশীল লিখেছেন : ভাইজানের ব্লগের কি অবস্থা?
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫২
196940
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার মতোই <:-P <:-P <:-P
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৫
223495
এস এম আবু নাছের লিখেছেন : খান ভাইকে ইদানীং ফেসবুকে বা ব্লগে কোথাও নিয়মিত পাওয়া যায়না।
252761
১০ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৫
সন্ধাতারা লিখেছেন : Jajakallahu khair for reminding and creating awareness.
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫২
196941
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আমাদের আমল করার তাওফীক দিন।
252768
১০ আগস্ট ২০১৪ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৩
196942
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ। Good Luck Good Luck
252784
১০ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : আমিন! আমার কথা যেন ভুলে যাবেননা৷ অগ্রগতি জানাবেন৷
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৪
196943
মাই নেম ইজ খান লিখেছেন : আরে শায়খ আপনার কথাই ভাবছিলাম। দেশ থেকে যাবার আগে আর দেখা না হওয়ায় ও কোনো খেদমত করতে না পারায় আন্তরিকভাবে দু:খিত।

মেইলে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। আশা করি সম্ভব হলে আমাকে একটি ফোন দিবেন।
252787
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৭
সাফওয়ানা জেরিন লিখেছেন : লাইক দেয়ার আগে আরেকবার ভেবে নিন। একজন বিশ্বাসী বা মুমিন হিসেবে আপনার সকল কাজের হিসাব একদিন দিতে হবে। এই বিবেচনায় আপনি দুনিয়াতে অনলাইনে বা অফলাইনে কাকে সমর্থন, পছন্দ, সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন তাও কিন্তু একাউন্টিং ও হিসাবের খাতায় চলে আসবে।
দারুণ লিখেছেন ।
১০ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৬
196944
মাই নেম ইজ খান লিখেছেন : ইদানিং আপনার লেখা গুলোও অনেক চমৎকার হচ্ছে। বিশেষত: ইসরাইলী ও ইহুদী পন্য বয়কট সংক্রান্ত বিষয় গুলো।

আপনাদের কলম যেনো থেমে না যায়। কী-বোড যেনো থমকে না যায়। Good Luck Good Luck
252793
১০ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
কাহাফ লিখেছেন : Give Up Give Up Give Up Give Up Give Up Give Up
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৮
197268
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck Good Luck
252960
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার এবং যুক্তিযুক্ত বলেছেন।
অনেকে লাইক মানে পছন্দ করা বুঝে নেন। মৃত্য সংবাদে লাইক দিলে রাগ করেন। কিন্তু ফেইসবুক এর লাইক অপশনটা শুধু পছন্দ করা নয় প্রাপ্তি স্বিকার ও বটে। এই সব ভেবেই লাইক দেয়া দরকার।
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৮
197267
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান ইয়া আখি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File