ইরাকের আইএস ও উম্মাহর মনস্তাত্বিক দোলাচল

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৯ আগস্ট, ২০১৪, ০৭:১৭:৪৭ সকাল



আমাদের অনেকের একটি কমন সমস্যা হলো আমরা নিজেদের অর্জন গুলোকে নিজেরাই নষ্ট করে ফেলি জেনে বা না জেনে। বুঝে বা না বুঝে।

এতোদিন আমাদের অনেককেই নানান বিরুপ পূর্ণ কথা বলতে শুনেছি ইরাক ও সিরিয়ার আইএস সম্পর্কে। অভিযোগ আর অনুযোগের যেনো শেষ নেই। অবশ্য তাদের বাস্তবিক বেশ কিছু ভুল সিদ্ধান্ত ও বাড়াবাড়িও অবশ্যই আছে। বিশেষত: নিজেদের অন্যান্য মুজাহিদ ভাইদের সাথে দূরত্ব সৃষ্টি কিংবা শিয়াদের সাধারণ অংশের উপর বেশি কঠোর না হয়ে তাদের আরো আগেই আমেরিকার বিরুদ্ধে সক্রিয় হওয়ার দরকার ছিলো। কারণ মুসলিমদের সবচাইতে বড় শত্রু হচ্ছে আমেরিকা। ফিলিস্তিন কিংবা আফগান, পৃথিবীর সকল নিরপরাধ মুসলিম হত্যার পেছনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তাই বলে তাদেরকে ঢালাওভাবে দোষারোপক করা ও তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রচারণায় নিয়োজিত হওয়ার মাধ্যমে কি আমরা আমাদেরই ক্ষতি করছি না? মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অর্জনকে দূর্বল করায় ভূমিকা রাখছি না?

এতোদিন অনেকের অনুযোগ ছিলো আইএস যদি সত্যিই হকের উপর থেকে থাকে তাহলে তাদের উপর আমেরিকা হামলা করছে না কেন?

গতকাল ৬টা ড্রোণ ও ১টা ২৪ কেজীর লেজার গাইড বোমা ফেলেছ যা ৬ টি isis বহরকে মারাত্মক ক্ষতিগ্রস্থ করার সংবাদ এসেছে। আল্লাহ তাদের সহায় হোন।

এখন আমাদের ভূমিকা কি হবে?

হয়তো এখন আমাদের অনেকের সূর সামান্য পরিবর্তন হবে এবং কেউ বলবে, দেখো আইএসকে আমেরিকা ব্যবহার করে এখন প্রয়োজন শেষ বলে হামলা করছে!

আসলে কেউ অভিযোগ ও দোষ সন্ধান করতে চাইলে তার কোনো শেষ নেই।

বিষয়: বিবিধ

১৫৬৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252453
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৩৪
হতভাগা লিখেছেন : আল্লাহই জানেন কারা সঠিক আর কারা সঠিক নয়
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৯
196569
মাই নেম ইজ খান লিখেছেন : আসলেই অবস্থাটি বিভ্রান্তিকর। তবে এটাও সত্য যে আইএস যে পরিমাণ সাহস, ত্যাগ ও শ্রম ব্যয় করে যাচ্ছে তার কোনো বিকল্প অন্য কোথাও দেখা যায় নি।
252463
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৪
স্বপন২ লিখেছেন : এটা ওয়েষ্টের মিডিয়ার প্রপাগান্ডা মাএ। রাশিয়াও ২৪টি ফাইটার ইরাকে সাপ্লাই দিয়েছে। আমেরিকার এফ-১৬, অক্টোবরে বাগদাদে প্রথম চালান যাবে।
এই ক্ষুদ্র বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর সব রাষ্ট্র এবং
মিডিয়া। এ থেকে বুঝা যায় না। তারা হকের উপর দাড়িয়ে আছে। এমন কি nusra কে লাগিয়ে দিয়েছে isis বিরুদ্ধে।
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:১০
196570
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আমাদের সত্যের পথে থাকার তাওফীক দিন। আমীন।
252467
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেীক্তিক প্রশ্ন! আইসিস এর কার্যকলাপ অনেকাংশেই রাখঢাক এর মাঝে। তালেবান এর সাথে তুলনিয় নয়। কারন তালেবান এর নেতৃত্ব সারাপৃথিবীর খিলাফত দাবি করেননি। অন্যদিকে আইসিস এর আচরন দেখে মনে হচ্ছে তারা গোপন সন্ত্রাস এর পন্খায় খিলাফত কায়েম করবেন। এটি ইসলামে অনুমোদিত নয়।
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৭
196576
মাই নেম ইজ খান লিখেছেন : আইএস এর কিছু কাজ ও সিদ্ধান্ত ভুল হলেও তাদের অনেক কাজ সঠিক। আমাদের
তাই ঢালাও তাদের বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত।
252485
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৯
সত্যকণ্ঠ লিখেছেন : ভালো লাগলো
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:২১
196627
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ মুমিনদের রক্ষা করুন। তাদেরকে বিজয় ত্বরান্বিত করুন।
252493
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:১১
তহুরা লিখেছেন :
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:২১
196628
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার ছবি যুক্ত কমেন্ট মিস করি প্রচুর!
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
196710
তহুরা লিখেছেন : কাজের চাপ বেশী তাই
১০ আগস্ট ২০১৪ রাত ০১:২৬
196897
মাই নেম ইজ খান লিখেছেন : হা হা হা।

কুকারে ঈদের রান্না এখনও হচ্ছে বুঝি...
১০ আগস্ট ২০১৪ সকাল ১১:১৮
196952
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : রান্না তো মনে অইতাছে রেডি অইয়া গেছে। ঠিকানা একটু কন, তারাতারি আইয়া পড়ি, তবে আমি পৌছিবার আগে দ্য স্লেভ সাহেবরে খবর দিয়েন না দয়া করে!!!
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
197073
তহুরা লিখেছেন : ঠিকানা বলে ভাল নেই । সব শেষ
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৫
197264
মাই নেম ইজ খান লিখেছেন : আয় হায়!
দাওয়াত পাওয়ার আগেই সব খেয়ে ফেললেন?
252513
০৯ আগস্ট ২০১৪ সকাল ১০:৫১
প্রেসিডেন্ট লিখেছেন : এ ইস্যূতে আমি যথেষ্ট কনফিউজড! এজন্য পক্ষে বিপক্ষে কিছু বলি না।
আল্লাহই ভাল জানেন। তারা যদি হকপন্থী হন তাহলে অন্তরের গভীর হতে দোয়া করি, আল্লাহ তাঁদের কামিয়াব করুন। আর মুখোশধারী বাতিল হলে আল্লাহ তাদের ধ্বংস করুন।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৭
196625
আবু নাইম লিখেছেন : আমিও একমত..আমিন..আমিন..
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:২০
196626
মাই নেম ইজ খান লিখেছেন : যুদ্ধক্ষেত্রে কিছু ভুল সব পক্ষেরই হয়ে থাকে। তবে আইএস জিহাদের যেই পতাকাকে উঁচু করেছে ঢালাওভাবে তাদের বিরোধীতা করে তাকে আক্রমণ করা আমার দৃষ্টিতে কখনই মুমিনের আলামত হতে পারে না।
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩১
196648
প্রেসিডেন্ট লিখেছেন : বিরোধিতা কখন করলাম ইসহাক ভাই?
১০ আগস্ট ২০১৪ রাত ০১:২১
196893
মাই নেম ইজ খান লিখেছেন : না ভাই। আপনি বিরোধীতা করেছেন তা বলিনি।
সামগ্রিকভাবে বলেছি। অনেকেই করেন কি না...
252536
০৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আইসিসের বিষয়টা সাময়িকভাবে চাপা পড়েছে ইস্রাইলের অভিশপ্ত ইয়াহুদী বেত্তমিজ শয়তানদের নিরাপরাধ মানুষ খুনাখুির আয়োজন দেখে।
তবে আইসিসের ব্যাপারটা যেমন উৎসাহ জনক তেমনই আবার সন্দেহজনক। তারা আল নুসরাহ ফ্রান্টের প্রধান যোদ্ধা কমান্ডারকে হত্যা করেছে, আল কায়েদা এবং তালেবান খেলাফতকে অশ্বীকার করে নতুনভাবে খেলাফত ঘোষণার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
আল্লাহই ভাল জানেন তারা আসলে কার পক্ষ হয়ে মাঠে নেমেছেন, আল্লাহ পক্ষ হয়ে নাকি শয়তানের পক্ষ হয়ে মাঠে নেমেছেন তা সঠিকভাবে নিরুপনের কোন নির্ভরযোগ্য উৎস পাওয়া যাচ্ছে না।
১০ আগস্ট ২০১৪ রাত ০১:২৪
196895
মাই নেম ইজ খান লিখেছেন : আমরা ঘটনার কেন্দ্র থেকে অনেক দূরে। ইহুদী-মার্কিন মিডিয়ার বক্তব্যই বেশি প্রাধান্য পাচ্ছে সর্বত্র। তাই আইএসের বিষয়টি কিছুটা অস্পষ্ট তো অবশ্যই।

তবে তারপরও আমাদের সর্বদা সুচিন্তিত মতামত ও সত্যের পক্ষে অবস্থান থাকা প্রয়োজন।
252679
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
চিরবিদ্রোহী লিখেছেন : আপাত দৃষ্টিতে আইএসআইএস এর এমন কোন কাজ এখনো আমার দৃষ্টিতে আসেনি যার উপর ভিত্তি করে আমি তাদের গোমরাহ বা ষড়যন্ত্রকারী বলতে পারি। তবে খিলাফতের প্রশ্নে আমি বেশ কনফিউজড।
তবে এতটুকু বলতে পারি, যারা ঢালাও ভাবে আইএসআইএস-এর সমর্থন করে যান, তাদের একটু সতর্ক হওয়া উচিত। কেননা তারা বাহ্যিক দৃষ্টিতে হলেও মুসলমান। আর একজন মুসলমানের সমালোচনা তখনই সাজে যখন এসংক্রান্ত পর্যাপ্ত দলিল হাতে মওজুদ থাকে।
এই ব্লগে একজন তাদের নাস্তিক-ইহুদি-নাসারাদের তাবেদার এজেন্ট বানানোর কোন কসুর বাকি রাখেনি। উদ্ভট কিছু লিঙ্ক আর গ্রাফিক এডিটেড ফটো দিয়ে নিজেকে প্রমাণের চেষ্ঠাও করেছিলো। আমি যখন চেপে ধরলাম, উনি প্রথমত এদিক সেদিক করে অতপর আর কোন মন্তব্য করেননি।
যাই হোক, আমি দুআ করি আইএসআইএস যে তালেবান না হয়ে যায়, ওরা যেন হক্বের উপর থেকে মুসলমানদের নেতৃত্ব দিতে পারে।
১০ আগস্ট ২০১৪ রাত ০১:২৫
196896
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার কথার সাথে প্রায় এক মত। কিন্তু শেষ বাক্যে তালেবানরা এলো কেন? বুঝলাম না!
১০ আগস্ট ২০১৪ সকাল ১১:১৪
196951
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনি সম্ভবত ব্লগার সমালোচকের কথা কইতাছেন! হেতিনি শিয়া মতাদর্শের একজন অনুসারী বলে মনে অইতাছে। এর মধ্য হেতিনি নিজ মাজহাবী বিশ্বাসজনিত কারণে অতিরিক্ত আবেগী হওনের কারণে মূল ঘটনার সত্যতা যাচাই করার প্রয়োজন মনে না করেই শিয়াদের স্বভাবজাত শিয়াদের পক্ষাবলম্বণ করেই ব্লগ/মন্তব্য পোস্টাইছেন। যার ফলে ঘটনার সত্যতার চেয়েও নিজ মাজহাবী আবেগই ফুটে উটেছে তার লেখাতে।
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:০১
196986
চিরবিদ্রোহী লিখেছেন : ভাইজান যখন একখান নাম খইছেন, আমিও একখান কইয়া দেই। আমি মেইনলি যার দিকে ইঙ্গিত করছি উনি এই ব্লগের বিশিষ্ট ও জনপ্রিয় ব্লগার (!), জমানার হবু মুজাদ্দিদ (!) জনাব Click this link
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:০২
196987
চিরবিদ্রোহী লিখেছেন : ভাইজান যখন একখান নাম খইছেন, আমিও একখান কইয়া দেই। আমি মেইনলি যার দিকে ইঙ্গিত করছি উনি এই ব্লগের বিশিষ্ট ও জনপ্রিয় ব্লগার (!), জমানার হবু মুজাদ্দিদ (!) জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম
১০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৪
197049
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধূর মিয়া! দিলেন তো গ্যাঞ্জাম বাধাইয়া! ব্লগার সমালোচকের কথাতে শালিনতা এবং যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরার একটা প্রবণতা আছে। মাগার আপনি যার কথা কইলেন হেতে তো ত্যাজলিমা নাসরিনের চেয়েও একটা বড্ড হিজড়া খাসলতের গর্দভ।
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
197069
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
253003
১০ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
ব্লগার সাদমান লিখেছেন : ভাই,আমি আইএসআইএসের সম্পর্কে বিস্তারিত জানতে চাই.....প্লিজ বলুন!!
১১ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৭
197265
মাই নেম ইজ খান লিখেছেন : এ সম্পর্কে আমি বেশি জানি না।
তবে এই লেখায় আরো কিছু তথ্য আছে।
https://www.facebook.com/ishak.khan40/posts/4412863416531

আর
https://www.facebook.com/786states.man?fref=ts
উনি ভালো বলতে পারবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File