আপনার চিন্তার জগতকে নাড়া দেয়ার মতো 'আলোকিত পথ' অনুষ্ঠানের চমৎকার কয়েকটি পর্ব

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৮ জুলাই, ২০১৪, ০৬:৩৬:০৯ সন্ধ্যা



লাইট হাউজ এর উদ্যোগে রমজানের প্রথম দিন থেকে মোহনা টেলিভিশন ও আমেরিকার টিবিএন২৪ টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে 'লাইট হাউজ আলোকিত পথ' অনুষ্ঠান। সম্মানিত আলোচকদের গুরুত্বপূর্ণ আলোচনা ব্লগের ভাই-বোনদের দীনী জানার ও আমলের ক্ষেত্রে সহায়ক হতে পারে বিবেচনায় ভিডিও গুলো আপলোড করা হলো।

আলোচ্য বিষয়:

১। রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস

আলোচ্য বিষয়:

কর্ণেল (অবHappy আশরাফ উদ্দীন :

প্রিন্সিপ্যাল: আরক ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি ঢাকা।

মাওলানা মুহিব্বুল্লাহ বাকী : সিনিয়র পেশ ইমাম :

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

উপস্থাপনা :

মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস -১ম অংশ




রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস -২য় অংশ




২। মহান আল্লাহর পরিচয় ও ঈমান

আলোচক:

শাঈখ মুহাম্মাদ উছমান গণী

সহকারী অধ্যাপক: আহ্ছানিয়া ইনষ্টিটিউট।

সাদিক হাসান খান

সিইও, সার্ভিটেক মেশিনারিজ লিমিটেড।

উপস্থাপনা:

মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, লেখক, সম্পাদক, প্রকাশক

-প্রথম অংশ




দ্বিতীয় অংশ




৩। মিথ্যা, পরনিন্দা, গীবত ভয়াবহতা ও উত্তরণ

আলোচক:

ড. আফম খালিদ হোসেন : অধ্যাপক: ওমরগনী এমইএস কলেজ, চট্টগ্রাম।

হাসান মুর্তাজা : সহকারী পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র।

উপস্থাপনা

মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, লেখক, সম্পাদক, প্রকাশক

-প্রথম অংশ




৪। ইসলামে মানবাধিকার

আলোচক:

শেখ গোলাম আসগর

এটিভো প্রপার্টিজ লিমিটেড।

মুফতী ইউসূফ সুলতান

ডেপুটি মুফতী: জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসা।

উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

-প্রথম অংশ




দ্বিতীয় অংশ




৬। সালাত মুমিনের মেরাজ

আলোচক:

মাওলানা মুহিব্বুল্লাহ বাকী :

সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

জনাব অাবদুর রউফ : সহযোগী অ্ধ্যাপক, ঢাকা কলেজ।

উপস্থাপনা : মুহাম্মাদ মনজুরে মাওলা

প্রথম অংশ




দ্বিতীয় অংশ




৭। যুগে যুগে সিয়াম

ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

শিক্ষক, পিপলস্ ইউনিভাসিটি।

মুফতী ইউসূফ সুলতান :

ডেপুটি মুফতী: জামিয়া শারইয়্যা মালিবাগ ঢাকা।

উপস্থাপনা : মুহাম্মাদ মনজুরে মাওলা

প্রথম অংশ




দ্বিতীয় অংশ




১১। অপসাংস্কৃতিক আগ্রাসন ও আজকের তারুণ্য

আলোচনায়

মাওলানা আব্দুর রকীব খান

নবীন আলেম, ইসলামী চিন্তাবিদ ও ব্যবসায়ী।

হাফেজ আহমাদ রফীক

লেখক, গবেষক। সিনিয়র কর্মকর্তা ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি ও সিয়ান পাবলিকেশন্স।

উপস্থাপনা : মুহাম্মাদ ইসহাক খান।

প্রথম অংশ




দ্বিতীয় অংশ




১৩।

সুখময় পরিবার গঠনে ইসলামের রূপরেখা

আলোচনায়

মাওলানা আব্দুর রকীব খান

নবীন আলেম, ইসলামী চিন্তাবিদ ও ব্যবসায়ী।

মো: রায়হান উদ্দীন খান

কান্ট্রি ডিরেক্টর, ব্রাদার ইন্টারন্যাশনাল লিমিটেড।

উপস্থাপনা : মুহাম্মাদ ইসহাক খান।

প্রথম অংশ




দ্বিতীয় অংশ




১৪।

সুন্দর সমাজ গঠনে প্রিয়নবী সা. এর আদর্শ

আলোচনা করবেন-

হাফেজ আহমাদ রফীক

লেখক, গবেষক। ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি।

মাওলানা আনসারুল হক ইমরান

তরুণ আলেম, গবেষক।

প্রথম অংশ




দ্বিতীয় অংশ




১৫। জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান

১. কর্ণেল (অব : ) আশরাফ উদ্দীন :

প্রিন্সিপ্যাল: আরক ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি ঢাকা।

২. মোঃ ওহিদুল ইসলাম

কলামিষ্ট, ব্লগার। এসিস্টেন্ট ডিরেক্টর, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।

উপস্থাপনাঃ মাওলানা মুহাম্মাদ ইসহাক খান

প্রথম অংশ




দ্বিতীয় অংশ




লাইট হাউজ এর উদ্যোগে মোহনা টেলিভিশনে মাস জুড়ে চলছে 'লাইট হাউজ আলোকিত পথ অনুষ্ঠান ১ম রমজান থেকে প্রতিদিন বিকাল ৫ টা থেকে ৫:২৫ পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে 'লাইট হাউজ আলোকিত পথ'। চলবে ৩০ রমজান পর্যন্ত। বাকি ভিডিও গুলোও এই পোষ্টেই ধারাবাহিকভাবে আপলোড করা হবে ইনশাআল্লাহ। সবাইকে জাযাকাল্লাহ

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245807
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যাবদ খান ভাইয়া
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:২৩
190869
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

আলোচনা গুলো দেখে গঠনমূলক মন্তব্য জানাবেন আশাকরি। Good Luck Good Luck
245816
১৮ জুলাই ২০১৪ রাত ০৯:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টাইমিং এর জন্য সব পর্ব দেখার সুযোগ হয়নি। তবে কয়েকটি পর্ব দেখেছি। সাউন্ড টা উন্নত করা প্রয়োজন।
সুন্দর অনুষ্ঠান টি আয়োজন করতে পারায় অভিনন্দন।
১৮ জুলাই ২০১৪ রাত ১১:১৪
190920
মাই নেম ইজ খান লিখেছেন : আগামীতে আরো সুন্দর করার ইচ্ছা রইলো।

দু'আ চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File