ব্লগার, ইসলামি চিন্তাবিদ ও বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে 'আলোকিত পথ' অনুষ্ঠান দেখুন, আত্মার খোরাক সংগ্রহ করুন
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১০ জুলাই, ২০১৪, ০১:০৮:৪০ দুপুর
লাইট হাউজ এর উদ্যোগে রমজানের প্রথম দিন থেকে মোহনা টেলিভিশন ও আমেরিকার টিবিএন২৪ টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে 'লাইট হাউজ আলোকিত পথ' অনুষ্ঠান।
মোহনা টিভিতে প্রতিদিন বাংলাদেশ সময় বিকাল ৫ টা থেকে ৫ টা ২৫ পর্যন্ত। উত্তর আমেরিকা, কানাডা প্রবাসীগণ http://www.tbn24.com/ এ দৈনিক তিনবার দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সময় হিসেবে প্রতিদিন ২ পিএম, ৬ পিএম এবং ৫ এম। একই সময় তারা অনলাইনে লাইভ টেলিকাষ্টও করছে।
সম্মানিত আলোচকদের গুরুত্বপূর্ণ আলোচনা ভাই-বোনদের দীনী জানার ও আমলের ক্ষেত্রে সহায়ক হতে পারে বিবেচনায় ২য় রমজান এর ভিডিওটি আপলোড করা হলো।
১ম দিনের আলোচ্য বিষয়: রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস
আলোচ্য বিষয়:
কর্ণেল (অব : আশরাফ উদ্দীন :
প্রিন্সিপ্যাল: আরক ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডি ঢাকা।
মাওলানা মুহিব্বুল্লাহ বাকী : সিনিয়র পেশ ইমাম :
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান
লিংক-
রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস -১ম অংশ
https://www.youtube.com/watch?v=yTjfzAoKiRs
রমজান: রহমত, মাগফেরাত ও নাজাতের মাস -২য় অংশ
https://www.youtube.com/watch?v=rn-mg8-x48o#sthash.3Om1x8ew.dpuf
২য় দিনের আলোচ্য বিষয়: মহান আল্লাহর পরিচয় ও ঈমান
আলোচক:
শাঈখ মুহাম্মাদ উছমান গণী
সহকারী অধ্যাপক: আহ্ছানিয়া ইনষ্টিটিউট
সাদিক হাসান খান
সিইও, সার্ভিটেক মেশিনারিজ লিমিটেড।
উপস্থাপনা : মাওলানা মুহাম্মাদ ইসহাক খান
লিংক-
https://www.youtube.com/watch?v=9dTfojS4ZmE
https://www.youtube.com/watch?v=0eesZGYToFU
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গতানুগতিক ট্রেডিশনাল দ্বীনি শিক্ষা অর্জন করে আজ অনেকেই হারিয়ে যাচ্ছে জীবন যুদ্ধের গ্যাড়াকলে। মুহতারাম মাওলানা ইসহাক খান ভাই হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। তিনি দ্বীনি শিক্ষা অর্জন করে তা যুগের চাহিদায় এবং বাস্তবতার নিরিখে কিভাবে সমাজকে বিতরণ করতে হবে, কোন পন্থায় উম্মাহকে জাগাতে হবে, কোথায় আমাদের দুর্বলতা রয়েছে তা গভীর অন্তরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছেন।
আমি ব্যক্তিগতভাবে মাওলানা ইসহাক ভাইয়ের সাফল্য ও দ্বীনের খেদমতে, প্রচার প্রসারের ক্ষেত্রে আসল বাস্তবতা বুঝতে পারার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ ইসহাক ভাইকে উত্তম প্রতিদান করুক।
আজ সময় এসেছে ইসহাক ভাইয়ের মত আমাদের সবার মিডিয়ামূখী হয়ে দ্বীনের ঝন্ডাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজতে এগিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে বর্তমান যুগে প্রধান অস্ত্রই হচ্ছে মিডিয়া। সুতরাং মিডিয়াকে ব্যবহার করা শিখতে হবে। আমরা মিডিয়া দ্বারা আর ব্যবহৃত হতে চাই না। বরং মিডিয়াকেই উপযুক্ত ব্যবহার করতে চাই।
আসলে আজ বিশ্বাসী মুমিনদের একসাথে কাজ করতে হবে। বিশেষত: মিডিয়া অঙ্গনের জন্য বিশেষভাবে সকলকেই উদ্যোগী হতে হবে। >- >-
আলহামদুলিল্লাহ ভালই হয়েছে। তবে টাইমিং টা এমন সবসময় দেখার সুযোগ হয়নি।
আল্লাহ চাইলে ভবিষ্যত টাইমিং গুলো আরো ভালো হবে বলে আশা করি।
মন্তব্য করতে লগইন করুন