আপনার কবরে এসি থাকবে তো?
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৯ জুন, ২০১৪, ১০:৩০:৩৮ সকাল
এবারকার গরম ও তাপমাত্রার অস্বাভাবিক হ্রাস-বৃদ্ধি অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি ছিলো। হঠাৎ গরম তার উপর অনেক দিন বৃষ্টি না থাকায় দেশে এবং বিশেষত: ঢাকায় মানুষের জীবন অস্বাভাবিক গরমে সিদ্ধপ্রায়!
এমতাবস্থায় ঘরে বাইরে সর্বত্রই এক কঠিন হাহাকার চলছিলো। মাঝখানে কয়েকদিন একটু বৃষ্টি ছিলো। এরপর আবার গত কয়েকদিন যাবত চলছে অস্বাভাবিক গরম। এর মাঝে আবার বিদুৎ চলে যাওয়ায় যখন মাথার উপরের পুরনো ফ্যানটি কটমট করে বন্ধ হয়ে যায় তখন তো একেবারে ত্রাহি মধূসুদন অবস্থা!
অনেকে এই হঠাৎ গরমে অসুস্থ্ হয়ে পড়েন। শিশু-কিশোরদের অনেকের বেড়ে যায় অসুস্থতা। ঘামাচি ও চর্মরোগ তো খুবই স্বাভাবিক বিষয়!
অবশ্য যাদের ঘরে, অফিসে এবং গাড়িতে সার্বক্ষণিক এসির ব্যবস্থা আছে তাদের কথা ভিন্ন। অনেকের তো বাথরুমেও এসি! সম্পদ ও স্বচ্ছলতার অবারিত স্বাচ্ছন্দ্যে তারা কখনোই আম পাবলিকের কথা চিন্তা করেন না। চিন্তা করার মতো সময়ও পান না। বিদুৎও তাদের কখনো যায় না। বিদুৎ মাঝে মধ্যে গেলেও রয়েছে সেন্ট্রাল জেনারেটর সার্ভিস। ফলে মিলি সেকেন্ডের ব্যবধানে তারা বিদুৎতের আসা যাওয়াও অনেক সময় অনুভব করেন না।
এবারকার গরমের শুরুতেই চিন্তা করেছিলাম আমার ছোট অফিসে (অফিস না বলে কুড়ে ঘর বলাই বোধহয় ভালো) একটি এসি লাগাবো। এই এসি লাগানোটাও যে ক্ষেত্র ও অবস্থা ভেদে বিলাসিতার পরিবর্তে প্রয়োজন হয়ে যেতে পারে তা বুঝে আসছে। কারণ এসি ছাড়া ২৫০ স্কয়ার ফিটের অফিসে কাজ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। সবচাইতে বেশি সমস্যা হয় তখন যখন জরুরী কোনো মিটিং এর প্রয়োজনে একাধিক ব্যক্তিকে নিয়ে বসতে হয়। কারণ তীব্র গরম আর বদ্ধ সামান্য স্পেসে এসি ছাড়া তখন এক ভ্যপসা অবস্থার সৃষ্টি হয়। এ অবস্থার উত্তরণে হয়তো আরো বড় স্পেসের অফিস নিতে হবে অথবা এসি লাগাতে হবে। কিন্তু গরমের অস্বাভাবিক বৃদ্ধির চাইতেও অস্বাভাবিক দ্রুত গতিতে এসির দামও বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েও এক পর্যায়ে তা বাস্তবায়নে শুরু হয় বিলম্ব ও টালবাহানা।
এটা অবশ্য কয়েক সপ্তাহ আগের কথা। ইদানিং কেমন যেনো এই গরমেও কিছুটা অভ্যস্ত হয়ে যাচ্ছি মনে হয়। আর এর ফলে এখন আমার অফিসে এসি লাগানোর পরিবর্তে আমার কবরে কি এসি থাকবে কি না তাই চিন্তা হচ্ছে গত কয়েকদিন। সেদিন চিন্তা করছিলাম দুনিয়াতে তো তাও সামান্য আলো-বাতাস আছে। ফ্যানের ঘূর্ণন কিছুটা হলেও বাতাস দিয়ে পরিস্থিতিটাকে একটা পর্যায় পর্যন্ত ধরে রাখতে পারে। কিন্তু কবরে কি হবে?
রাতে ঘুমাবার আগে বিছানায় সামান্য কিছু বালুকনার অস্তিত্ব পাওয়া গেলে সেরেছে। পুরো বিছানা একবার না ঝেড়ে আর তাতে ঘুমানো সম্ভব হয় না। খাট, তোষক ও নরম বালিশের এই বিছানায়ও মাঝে মধ্যে ঘুম আসে না। কিন্তু কবরের সাড়ে তিন হাত যায়গায় কিভাবে পড়ে থাকবো?
সেখানে সেই কাঁদা-মাটির ছোট্ট কূটিরে, ধূলো-বালু আর বৃষ্টির দিনে কাঁদায় স্যাঁতসেঁতে পরিবেশেই যে থাকতে হবে। সেখানে কে আমাকে একটি পরিচ্ছন্ন বিছানা পেতে দিবে?
আলো-বাতাসহীন অন্ধকার সেই প্রকোষ্ঠে কে আমাকে এসির শীতল বায়ূর ব্যবস্থা করে দিবে?
দুনিয়ার বাসা-বাড়ী আর দালান-কোঠায় দেশী বিদেশী মোজাইক আর টাইলস লাগাতে যারা ব্যস্ত হয়ে পড়েন, সামান্য অপছন্দ হলে প্রয়োজনে সব খুলে আবার নতুন করে আরো দামী আর আরামদায়ক ফিটিংস সেট করেন তাদের কবরে কি টাইলস থাকবে?
হযরত আবূ সাঈদ খুদরী রা. থেকে তিরমিযী ও তাবারানী উভয় কিতাবে বর্ণিত রাসূল সা. বলেন,
الْقَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ ، أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّارِ " ، الترمذي والطبراني معا ، عن أبي سعيد
অর্থ: "তোমার কবরটি হয়তো জান্নাতের একটি টুকরো হবে অথবা জাহান্নামের অগ্নিকুন্ডের একটি খন্ড হবে।" (তিরমিযী ও তাবারানী)
আমার অফিসে এসি লাগানোর কথা ভুলে গেছি। এখন কবরের ব্যবস্থাটা কি হবে তাই নিয়ে পেরেশান আছি!
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো ধন্যবাদ
আমি কি কবরে মহান মনিবের একটু দয়া পাবো?
একারণেই এতো হানাহানি।
আমরা সবাই আপনার মতো বাঁচতে চাই
আপনার পেরেশানী প্রমান করে কবরের জন্য আপনার প্রস্তুতি আমাদের চাইতে বেশী।আমাদের জন্য দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন